shono
Advertisement

Breaking News

মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়

সকালের গণনার নিরিখে ৩০০-রও বেশি আসনে জয়ের দিকে এগোচ্ছে বিজেপি৷ The post মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় appeared first on Sangbad Pratidin.
Posted: 10:53 AM Mar 11, 2017Updated: 07:01 AM Mar 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হোলির রং এবার গেরুয়া৷ মোদি ম্যাজিকে ফিকে মহাজোট৷ এমনটাই ইঙ্গিত মিলছে প্রথম পর্যায়ের গণনার পর৷ উত্তরপ্রদেশের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতার দিকে এগোচ্ছে বিজেপি৷

Advertisement

ছবি – নন্দিতা রায়

প্রার্থনা-যজ্ঞে সাফল্য কামনা সব দলের, তৈরি হচ্ছে লাড্ডুও

৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে প্রয়োজন ২০৩টি আসনের৷ সেখানে সকালে ভোট গণনার পালের হাওয়া একেবারেই কেড়ে নিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি৷ ইতিমধ্যেই ৩০০-রও বেশি আসনে জয়ের দিকে এগোচ্ছে বিজেপি৷ যেখানে রাহুল-অখিলেশের জোট এগিয়ে মাত্র ৭৮টি আসনে৷ যার মধ্যে সপা একার ক্ষমতায় এগিয়ে পঞ্চাশেরও বেশি আসনে৷ কংগ্রেসের আসন সংখ্যা নামমাত্র৷ মায়বতীর বিএসপি-র দখলে মাত্র ১৮টি আসন৷

ছবি – নন্দিতা রায়

মাঝ আকাশে সংযোগ বিচ্ছিন্ন, ভারতীয় বিমানকে ফেরাল ফাইটার জেট

তবে কংগ্রেসের মুখ রক্ষা করেছে পাঞ্জাব৷ ৬৫ আসনে এগিয়ে থেকে সংখ্যা গরিষ্ঠতার পথে অনেকটাই এগিয়ে রাহুল গান্ধীর দল৷ আপ ও আকালি দলের সেখানে প্রাপ্তি ২৫ আর ২৭টি আসন৷ মণিপুর ও গোয়াতেও এগিয়ে কংগ্রেস৷ কিন্তু উত্তরাখণ্ডে আবার গেরুয়া ঝড়৷ ৭০টির মধ্যে ৫৫টি আসনেই এগিয়ে বিজেপি৷ অবশ্য সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু গো-বলয়৷ যাতে নির্বাচনের মুখ ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

‘প্রতি বছর ১০০-রও বেশি জওয়ান আত্মহত্যা করছেন’

The post মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement