সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) চওড়া ব্যাটে ভর করে আইপিএল প্লে অফের টিকিট জোগাড় করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। মেগা ইভেন্টের বল গড়ানোর আগে এমনই ভবিষ্যদ্বাণী করলেন মহম্মদ কাইফ (Mohammed Kaif)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কয়েকদিন সরে ছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামনেনি বিরাট। আইপিএলে ফিরবেন তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষবার খেলতে দেখা গিয়েছিল কোহলিকে। তার পরে সরাসরি নেমে পড়বেন আইপিএলের ময়দানে। ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
[আরও পড়ুন: বিপুল টাকা দিতে রাজি পিসিবি, তবুও কোচ হওয়া নিয়ে কেন দোটানায় প্রাক্তন অজি ক্রিকেট তারকা?]
ক্রীড়া বিষয়ক একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ কাইফ কোহলির বিরাট ফর্ম নিয়ে আলোচনা করেছেন। কাইফকে বলতে শোনা গিয়েছে, ”গত ১-২ বছর ধরে দারুণ ছন্দে রয়েছে বিরাট কোহলি। বিরাটের মতো খেলোয়াড় ফর্মে থাকলে কী হয়, সবারই জানা। প্রতিটি ম্যাচে কীভাবে রান করতে হয় তা জানা বিরাট কোহলির।” উল্লেখ্য, গতবার কোহলি ৬৩৯ রান করেন আইপিএলে।
কাইফ আরও বলেন, ”বিশ্রামের পরে মাঠে ফিরলে বিরাট কোহলি দুরন্ত পারফরম্যান্স তুলে ধরে। আরসিবি প্লে অফে পৌঁছতে পারবে কিনা তা নির্ভর করছে বিরাট কোহলির ফর্মের উপরে।”