সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ উচ্চাকাঙ্খী হয়ে উঠছেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। টানা চার ম্যাচ জয় অধরা ছিল সবুজ-মেরুনের। যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদকে মাটি ধরিয়ে জয়ের সরণীতে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan)। একটা জয় আত্মবিশ্বাসী করে তুলতে পারে একটা দলকে। হায়দরাবাদকে হারিয়ে ওঠার পরে হাবাসের শরীর দিয়ে চুঁইয়ে পড়ছে আত্মবিশ্বাস। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন শিবির।
এফসি গোয়া ম্যাচের বল গড়ানোর আগে হাবাস বলেন, ”শীর্ষে থাকতে গেলে আমাদের প্রতি ম্যাচে জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য। দুই বা তিন নম্বরে থাকা নিয়ে চিন্তাই করছি না। দলের ছেলেদের বলে দিয়েছি এক নম্বরটাই আমাদের লক্ষ্য।”
[আরও পড়ুন: ঋদ্ধির মতোই অভিমানে বাংলা ছাড়লেন, কেরলের ক্লাবে যোগ দিয়ে বিস্ফোরক সন্দীপ নন্দী]
তবে ফুটবলে অনেক কিছুই ঘটে। বর্ষীয়ান কোচ হাবাস তা জানেন। তাই স্প্যানিশ কোচ বলছেন, ”ফুটবলে একেক দিন একেক রকম যায়। কোনওদিন জয়, কোনও দিন ড্র। কিন্তু প্রতি ম্যাচেই আমাদের তিন পয়েন্টের কথা ভেবে নামতে হবে। ফুটবলে ভারসাম্যই আসল কথা। আমাদের গোল দেওয়ার কথা বেশি ভাবতে হবে, গোল খাওয়া নয়। সে জন্য একে অপরকে সাহায্য করতে হবে। সেজন্য দলগত সংহতি, শৃঙ্খলা, সদিচ্ছা থাকা খুবই জরুরি।”
বুধবারের ম্যাচে হাবাস পাচ্ছেন দীপক টাঙ্গরি, লিস্টন কোলাসো ও সাদিকুকে। আনোয়ার আলিও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। হাবাস বলেন, ”আনোয়ার ৮০-৮৫ শতাংশ ফিট। শারীরিক ভাবে ভাল জায়গায় রয়েছে। পরের ম্যাচে ওর খেলার সম্ভাবনা আছে। তবে ওকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব মঙ্গলবার। প্রত্যেক কোচই খেলোয়াড়দের সেরা অবস্থায় চায়। আমাদের ৯০ শতাংশ খেলোয়াড়ই ভাল অবস্থায় আছে। দু-একজনের চোট আছে। তবে আরমান্দো, লিস্টন, টাঙ্গরিদের দলে ফেরার খবরটা ভাল।”
আগের সাক্ষাতে মোহনবাগান হার মেনেছিল এফসি গোয়ার কাছে। তবে তা এখন অতীত। মোহনবাগান কোচ বলছেন, “আগের সাক্ষাতে যা হয়েছিল, তা এবার হবে বলে মনে হয় না। এটা নতুন একটা ম্যাচ। আমাদের দলও বদলে গিয়েছে। জাতীয় দলের খেলোয়াড়রাও ফিরে এসেছে। আমরা আমাদের লক্ষ্যে অবিচল। একশো শতাংশ দিয়ে ম্যাচটা জিতব, এটাই আমাদের লক্ষ্য।”