shono
Advertisement

দু’পক্ষ একসঙ্গে কাজ করুক, মোহনবাগান নির্বাচন ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর

ভোটের পক্ষেই সওয়াল সহ-সচিব সৃঞ্জয় বোসের। The post দু’পক্ষ একসঙ্গে কাজ করুক, মোহনবাগান নির্বাচন ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM Sep 19, 2018Updated: 09:16 PM Sep 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান নির্বাচন এবার ঢুকে গেল রাজনীতির আঙিনায়। মন্তব্য করলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে যান তিনি। সেখানে মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন,” মোহনবাগান ঐতিহ্যের ক্লাব, কর্তাদের নিজেদের মধ্যে বিরোধ খারাপ লাগছে। এতদিনের ঐতিহ্যের ক্লাবে সমস্যা হবে কেন?

Advertisement

[মিনি ডার্বিতে পিছিয়ে পড়েও জয়, অপরাজিত থেকেই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান]

দুই বিবাদমান গোষ্ঠীর ঝামেলা নিয়ে উদ্বেগপ্রকাশ করার পাশাপাশি, দুই গোষ্ঠীকে একসঙ্গে কাজ করারও পরামর্শ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ” টুটু-অঞ্জন দু’পক্ষই বুদ্ধিমান। দু’পক্ষকে বিবাদ মিটিয়ে একসঙ্গে কাজ চালানোর পরামর্শ দিয়েছি। সৃঞ্জয় দেখা করেছিল ওঁকেও সেটাই বলেছি।” সূত্রের খবর, আজ দুপুরে মেয়ে সোহিনী মিত্র ও জামাই কল্যাণ চৌবেকে সঙ্গে নিয়ে পার্থবাবুর বাড়িতে গিয়েছিলেন। আসলে মোহনবাগান সচিব ভালই আঁচ করতে পেরেছেন ভোট হলে ফল খুব একটা সুখবর হবে না তাদের জন্য। আর সেকারণেই নির্বাচন এড়িয়ে আপসে সমস্যার সমাধান চাইছেন অঞ্জন। অঞ্জনের সঙ্গে সাক্ষাতের পরই পার্থবাবু দু’পক্ষকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন।

যদিও, পার্থবাবুর এ পরামর্শ খুব একটা মনঃপুত হয়নি টুটু বোস গোষ্ঠীর। মোহনবাগানের ডিরেক্টর সৃঞ্জয় বোস এ প্রসঙ্গে মন্তব্য করেন, “ভারতের মতো গণতান্ত্রিক দেশে, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাই নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হোক সেটাই বাঞ্চনীয়। তাছাড়া অঞ্চন মিত্র নিজেই প্রথমে নির্বাচন চাইছিলেন, আবার তিনিই কেন আপসের পথে যেতে চাইছেন বুঝতে পারছি না।” বিষয়টি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপ বিষয়ে সৃঞ্জয় বোস বলেন, “আমি যতদূর জানতাম উনি পাশের ক্লাবের সমর্থক। উনি মোহনবাগান নিয়ে মন্তব্য করছেন মানে বোঝাই যাচ্ছে বাঙালির ফুটবল নিয়ে আবেগ বাড়ছে।”

[ভারত-পাক ম্যাচের আগেই নেটদুনিয়া থেকে বিদায় নিলেন সানিয়া]

ময়দানের আনাচে কানাচে ইতিমধ্যেই মোহনবাগান নির্বাচনের বিউগল বেজে গিয়েছে। মোহনবাগানের বিপদের সময়ে ত্রাতা হিসেবে উঠে আসা টুটু বোস গোষ্ঠীই যে লড়াইয়ে এগিয়ে তা নিয়ে খুব একটা সন্দেহ নেই ময়দানি বিশেষজ্ঞদের। তাছাড়া শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুটু গোষ্ঠীর পাশেই রয়েছেন। ইতিমধ্যেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের শিবির বদলের গুঞ্জন ছড়িয়ে গিয়েছে ময়দানে। তাই সব মিলিয়ে ভোটের আগে অনেকটাই অ্যাডভান্টেজে টুটু শিবির। সেকারণেই হয়তো আপসের রাস্তা খুঁজছেন সচিব অঞ্জন।

The post দু’পক্ষ একসঙ্গে কাজ করুক, মোহনবাগান নির্বাচন ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement