shono
Advertisement

Coronavirus Update: তিনদিন পর রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ একশোর বেশি, মৃত ১

বাংলায় কমছে করোনা পরীক্ষার খরচ।
Posted: 08:01 PM Mar 09, 2022Updated: 06:54 PM Mar 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিন পর ফের রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরল একশোর গণ্ডি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। যা আগের দিনের তুলনায় বেশি। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন একজন। এদিকে বাংলায় আরও খানিকটা কমল করোনা পরীক্ষার খরচ। এবার সিবি ন্যাট পরীক্ষার ক্ষেত্রে লাগবে ১২০০ টাকা। আগে খরচ হত ২৪০০ টাকা। ট্রু-নাটের খরচ ১২০০ থেকে কমে হল হাজার টাকা। আরটিপিসিআরের খরচ আগেই কমানো হয়েছিল। 

Advertisement

২০২০ সালের মার্চে করোনা (Coronavirus) থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯৩ হাজার ০৯৪ জন। পজিটিভিটি রেট ০.৪৯ শতাংশ। 

[আরও পড়ুন: গোপন বৈঠকের পরদিনই জয়প্রকাশ দল ছাড়ায় লকেটের ভূমিকা নিয়ে প্রশ্ন, কী বললেন সাংসদ?

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার মৃত্যু হয়েছে একজনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৮২ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০২। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ০৩৬ জনের। মোট টেস্টিং ২৪, ৪১১, ০১৮।

পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ১, ১৫, ২৪৫ জন। ইতিমধ্যেই ৫৮ লক্ষ ৭৮১ হাজার ৭১০ জনের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: ‘পোষ্যই যেন সন্তান’, আদরের ‘মিনি’কে কোলে নিয়ে ইউক্রেন থেকে বাংলায় ডাক্তারি পড়ুয়া

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement