shono
Advertisement

COVID-19: তিন মাস পর রাজ্যের দৈনিক সংক্রমণ দেড় হাজারের কম, একদিনে করোনার বলি ২৯

সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ।
Posted: 06:57 PM Jun 30, 2021Updated: 07:09 PM Jun 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে যুদ্ধে ক্রমশ সফলতা পাচ্ছে রাজ্য। তিন মাস পর গত ২৪ ঘণ্টায় বাংলার দৈনিক সংক্রমণ দেড় হাজারের নিচে। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৯ জনের। সংখ্যাটা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ১৫৪ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। পরপর তিনদিন ওই জেলার দৈনিক সংক্রমণ দুশোর কম। দ্বিতীয় স্থানে উঠে এসেছে দার্জিলিং। একদিনে সংক্রমিত সেখানকার ১৫০ জন। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। কলকাতা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৩৫ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৯,৭৮৩ জন।

[আরও পড়ুন: একলাফে ১০ গুণ ফি বৃদ্ধি! গবেষক পড়ুয়াদের বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২৯ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এদিনের মৃতদের মধ্যে ১০ জন উত্তর ২৪ পরগনার। ৭ জন কলকাতার। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৭০৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,৯৮০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৬১, ৪৯০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৪৫ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৯৭৫ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৪২,১৮,১৯২ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। 

[আরও পড়ুন: রাজনৈতিক স্লোগান থেকে এবার হেঁসেলেও ‘খেলা হবে’! বাজার মাতাচ্ছে নতুন এই চাল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার