সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল নিম্নমুখী। নতুন বছরে যা সামান্য স্বস্তিই দিচ্ছিল দেশবাসীকে। কিন্তু বুধবার ফের বাড়ল সংক্রমণ। গতকালের তুলনায় অনেকটাই বেশি একদিনে কোভিডে মৃত্যুর সংখ্যাও।
এদিন স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Corona virus) আক্রান্ত হয়েছেন ১৮,৮৮ জন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। ফলে দেশে মোট কোভিড আক্রান্ত বেড়ে হল ১ কোটি তিন লক্ষ ৭৪ হাজার ৯৩২। একদিনে করোনা কেড়েছে ২৬৪ জনের। আর এর সঙ্গেই ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল দেড় লক্ষের গণ্ডি। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৫০ হাজার ১১৪ জনের।
[আরও পড়ুন: খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা হয়েছিল! বিস্ফোরক অভিযোগ ইসরোর বিজ্ঞানীর]
তবে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এক কোটি ৩ লক্ষ পেরলেও তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী। তাই স্বস্তি দিচ্ছে কমতে থাকা অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী ২ লক্ষ ২৭ হাজার ৫৪৬ জন। উলটোদিকে, সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৭২ জন। অর্থাৎ প্রায় এক কোটি দেশবাসী এই রোগকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সফল হয়েছেন। ভ্যাকসিন হাতে পাওয়ার আগে তাঁরাই এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই করোনাকে হার মানিয়েছেন ২১ হাজার ৩১৪ জন।
করোনার নতুন স্ট্রেনে জর্জরিত ব্রিটেন। ভারতেও ইতিমধ্যেই হদিশ মিলেছে নয়া স্ট্রেনের। তবে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। যাঁরা জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে আগামী ১৩ জানুয়ারি থেকেই করোনার টিকাকরণ শুরু হবে দেশে। দেশে তৈরি অক্সফোর্ডের ভ্যাকসিন (Corona vaccine) নয়া স্ট্রেনের উপরও কার্যকরী হবে বলে দাবি করা হয়েছে।