shono
Advertisement

আয়কর বিভাগের হানায় উদ্ধার ৭১০ কোটি কালো টাকা

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর আরও তৎপর আয়কর, ইডি কর্তারা৷ The post আয়কর বিভাগের হানায় উদ্ধার ৭১০ কোটি কালো টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Dec 26, 2016Updated: 11:29 AM Dec 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন ‘জেহাদ’ ঘোষণা করেছেন৷ তাঁর সাফ কথা, কালো টাকার মালিকদের ধরতে প্রশাসনকে সাহায্য করছেন সাধারণ মানুষই৷ প্রধানমন্ত্রীর এই দাবিকে অত্যুক্তি বলা চলা না৷ কারণ, গত ৮ নভেম্বর বড় নোট বাতিল হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত দেশজুড়ে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানায় উদ্ধার হয়েছে ৭১০ কোটিরও বেশি কালো টাকা৷

Advertisement

আইনজীবীর বাড়িতে আয়কর হানা, উদ্ধার ১৪ কোটি টাকা

কেরল, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ থেকে রাশি রাশি কালো টাকা উদ্ধার করতে পেরেছেন আয়কর বিভাগের অফিসাররা৷ তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দুষ্কৃতীদের সঙ্গে ব্যাঙ্ককর্মীদের একাংশের অশুভ আঁতাত৷ ফলে এই কালো টাকার অধিকাংশটাই যেন চোখের নিমেষে বদলে যাচ্ছে নতুন নোটে৷ তবে নোট বদলেও রেহাই পাবে না কালো টাকার মালিকরা, আগেই সে কথা জানিয়ে সতর্ক করেছে কেন্দ্র৷ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কালো টাকার মালিকদের চিহ্নিত করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

আয়কর হানায় ছত্তিশগড়ে খোঁজ মিলল ১০.৩ কোটি টাকার

সোমবারও কর্নাটকের দেবাঙ্গিরি থেকে নতুন ২০০০ টাকার নোটে ১১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হয়েছে আয়কর বিভাগের হাতে৷ তবে নোট বাতিল যে সব ক্ষেত্রে প্রভাব ফেলেনি সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে আরেকটি ঘটনায়৷ গুজরাতে একটি অনুষ্ঠানে রবিবার রাতে ১০ ও ২০ টাকার নোটে প্রায় ৪০ লক্ষ টাকা উড়ল৷

এর পাশাপাশি, গতকাল মুম্বই থেকে উদ্ধার হয়েছে প্রচুর নতুন নোট, বেআইনি সোনাদানা৷ সংবাদসংস্থা সূত্রে খবর, নবি মুম্বই পুলিশ পানভেল থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করে৷ উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷ শুধু মুম্বই নয়, কেরল থেকেও উদ্ধার হয়েছে প্রচুর কালো টাকা৷ কন্নুর থেকে আবগারি দফতর প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করে, পুরোটাই নতুন নোটে৷ একটি পরিত্যক্ত বাস থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ টাকা৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করে পুলিশ৷

নতুন নোটে উদ্ধার ৮৫ লক্ষ টাকা, ২ কিলোগ্রাম সোনা

The post আয়কর বিভাগের হানায় উদ্ধার ৭১০ কোটি কালো টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement