shono
Advertisement

দূষণ রোধ করতে একের বদলে দশটি গাছের নিদান

দিল্লির দূষণের ছায়া যেন কলকাতায় না পড়ে, সেই জন্যই এই উদ্যোগ৷
Posted: 03:21 PM Nov 08, 2016Updated: 10:14 AM Nov 08, 2016

কলহার মুখোপাধ্যায়: একের পরিবর্তে দশ৷ এখন থেকে একটি গাছ কাটলে কমপক্ষে দশটি চারাগাছ লাগানোর নিদান দিল বিধাননগর পুরনিগম৷ এই সিদ্ধান্তের মাধ্যমে উষ্ণায়নের বিরু‌দ্ধে লাগাতার সংগ্রামের সূত্রপাত হল সবে বলে মনে করছে নিগম কর্তৃপক্ষ৷

Advertisement

দিল্লির দূষণ কাঁপন ধরিয়েছে ফুসফুসে৷ সেই কাঁপনের তীব্রতায় কাঁপছে ভারতের সবক’টি মেট্রো শহর৷ আশঙ্কার প্রহর গুনছে জনগণ, প্রমাদ গুনছে প্রশাসন৷ এই লগ্নেই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জোরদার লড়াই শুরু করে দিল বিধাননগর৷ পরিবেশ কর্মীরা জানাচ্ছেন, একের বদলে দশটি গাছ লাগানোর সিদ্ধান্ত বাস্তবিকই বৈপ্লবিক৷

পরিবেশ রক্ষার আইনে একটি পূর্ণবয়স্ক গাছ কাটলে পাঁচটি চারাগাছ লাগানোর নিয়ম বলবৎ রয়েছে৷ সম্প্রতি বিধাননগরের শিল্পতালুক এলাকায় সিএসটিসির বাস ডিপোতে থাকা ২০টি গাছ কাটা পড়ে মেট্রোর কাজের জন্য৷ এই বছরের সেপ্টেম্বর মাসে রেল বিকাশ নিগম লিমিটেড চিঠি দিয়ে পুরনিগমের কাছ থেকে ১০০ টি গাছ লাগানোর প্রয়োজনীয় অনুমতি চেয়েছে৷ এ বাবদ প্রয়োজনীয় খরচখরচা তারাই ব্যয় করবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ পুরনিগম পত্রপাঠ সে অনুমতি দিয়েছে৷ এবং তখনই নিগমের পরিবেশ বিভাগ সিদ্ধান্ত নেয়, যে পরিকল্পিত শহর হওয়ার দরুন সল্টলেকে গাছ লাগানোর জায়গার অভাব নেই৷ সংযোজিত বাগুইআটি-কৈখালি-এয়ারপোর্ট অঞ্চলেও সঠিক পরিকল্পনা করে অধিকমাত্রায় গাছ রোপণ সম্ভব৷ তাই একের বদলে পাঁচের পরিবর্তে দশটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম৷

বিধাননগর পুরনিগমের কমিশনারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, একের বদলে দশটি গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে তাঁদেরকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম৷ সম্প্রতি দিল্লি- দূষণের ঘটনা এবং বিশ্বজুড়ে উষ্ণায়নের যে বিপদ ঘনিয়ে আসছে সে বিষয়ে মানুষকে সচেতন করতে প্রচার চালানো হবে৷ দশটি গাছ রোপণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানুষ বলে জানাচ্ছেন তিনি৷ পুরনিগমের পরিবেশ বিভাগের মেয়র পারিষদ জানাচ্ছেন, ন্যূনতম দশটি গাছ লাগানোর সিদ্ধান্ত জানিয়ে দিতে প্রচার শুরু হবে৷ এছাড়া যাঁরা ব্যক্তিগত জমির উপরে থাকা গাছ কাটতে পুরসভার অনুমতি চাইতে আসবেন তাঁদেরও পুরসভার এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে৷ এমনকী গাছ কেনার সামর্থ্যও যাঁদের নেই, তাঁদেরকে বনবিভাগ থেকে বিনামূল্যে চারাগাছ দেওয়ার ব্যবস্থা করে দেবে পরিবেশ বিভাগ৷ তিনি জানান, বিনা অনুমতিতে গাছ কাটলে কড়া ব্যবস্থা নেবে পুরনিগম৷ পরিবেশ দফতরকে জানিয়ে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে যত দ্রুত সম্ভব৷ শুধু তাই নয়, গাছ নিধন রুখতে একটি বিশেষ টিম তৈরি করেছে পরিবেশ বিভাগ৷ যে টিম নিয়মিত নজরদারি চালাবে বিধাননগর পুরনিগমের প্রত্যেকটি ওয়ার্ডে৷ গাছ কাটার বিপদ সম্বন্ধে জনগণকে অবহিত করবে সে টিম৷ আর কোন কোন ফাঁকা জমিতে গাছ লাগানো যায় তার জরিপ করে পরিবেশ বিভাগকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের৷

সবুজ বিধাননগর গড়ে দূষণমুক্ত একটি পরিবেশ আগামী প্রজন্মকে উপহার দিতে বিধাননগরের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement