shono
Advertisement

হঠাৎ অসুস্থ দিলীপ ঘোষ, দিনের সমস্ত কর্মসূচি বাতিল করলেন রাজ্য বিজেপি সভাপতি

বাড়িতেই রয়েছেন বিজেপি সাংসদ।
Posted: 12:55 PM Oct 12, 2020Updated: 01:21 PM Oct 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যার জেরে সোমবারের একাধিক কর্মসূচি বাতিল করেছেন তিনি। তবে তাঁর ঠিক কী হয়েছে, তা এখনও জানা যায়নি।

Advertisement

আজ ভারচুয়াল সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তাতে শামিল হননি দিলীপ ঘোষ। এতেই সকলের মনে প্রশ্ন জাগে। পরবর্তীতে জানা গিয়েছে, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সাংসদ। শারীরিক পরীক্ষা করার জন্য চিকিৎসক তাঁর বাড়িতেও গিয়েছিলেন। আপাতত বাড়িতেই রয়েছেন দিলীপ ঘোষ। দলীয় সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবেন তিনি। সেই কারণে দিলীপবাবুর আজকের যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: কোভিডকে হারিয়ে সুস্থতার পর কেমন হবে দৈনন্দিন জীবন? বিনামূল্যে পরামর্শ দিলেন চিকিৎসকরা]

গত বৃহস্পতিবার নবান্ন অভিযানে মানুষের ঢল নেমেছিল রাজপথে। সেখানে সামাজিক দূরত্ব তো দূর-অস্ত মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি অনেকেই। সেখানে ছিলেন দিলীপ ঘোষও। তারপরই সাংসদের অসুস্থতা স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন, করোনা আক্রান্ত হননি তো দিলীপবাবু? যদিও এরকম কোনও তথ্য এখনও মেলেনি।

[আরও পড়ুন: ‘সাম্প্রদায়িক রং দিয়ে অশান্তির চেষ্টা’, শিখ কর্মীর গ্রেপ্তারিতে বিজেপিকে পালটা নবান্নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement