shono
Advertisement

MP Gangrape: ফের বঁদায়ু কাণ্ডের ছায়া! বোনের সামনেই ‘গণধর্ষণ’ দিদিকে, অভিযুক্ত বিজেপি নেতার ছেলে

বইয়ের দোকানে খাতা কিনতে গিয়েছিলেন দুই বোন!
Posted: 02:21 PM Jul 16, 2023Updated: 03:08 PM Jul 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার উত্তরপ্রদেশের বঁদায়ু কাণ্ডের ছায়া মধ্যপ্রদেশের দাতিয়ায়। ছোট বোনের সামনেই গণধর্ষণ দিদিকে! অপমানে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার! শুধু তাই-ই নয়, ছোট বোনকেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দাতিয়ার (Datia Gangrape) উনাব এলাকায়। এই ঘটনায় জড়িত হিসেবে নাম উঠেছে স্থানীয় এক বিজেপি নেতার ছেলেরও। ঘটনাটি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর (Narottam Mishra) বিধানসভা এলাকায় বলে জানা গিয়েছে। পকসো (POCSO Act) আইনে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দাতিয়ার পুলিশ সুপার।

Advertisement

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি বইয়ের দোকানে পড়াশোনার কিছু সামগ্রী কিনতে যান দুই বোন। ঠিক তখনই তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে চার অভিযুক্ত। এই ঘটনার পরেই শ্লীলতাহানির শিকার হন দুই বোন! এরপর বোনের সামনেই ধর্ষণ করা হয় দিদিকে, অভিযোগ উঠেছে এমনই। অভিযুক্ত চার যুবকের মধ্যে একজন স্থানীয় বিজেপি নেতার ছেলে বলে জানা গিয়েছে। অভিযোগ, প্রভাবশালীর ছেলে হওয়ায় তার বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে। পরে গ্রামবাসীদের একাংশের প্রতিবাদের মুখে খানিকটা নড়েচড়ে বসে পুলিশ (Madhya Pradesh Police)। পুলিশ সুপারের নির্দেশে শুরু হয় তদন্ত। যদিও এখনও বিজেপি নেতার (BJP Leader) ছেলেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

[আরও পড়ুন: এবার আরবেও কাজ করবে ভারতের UPI, দেশীয় মুদ্রার পরিসর বাড়াতে চুক্তি দুই দেশের]

মধ্যপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ফের অস্বস্তি বেড়েছে শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) সরকারের। দলের নেতার ছেলে ধর্ষণের অভিযোগে জড়িয়ে যাওয়ার ঘটনায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সেরাজ্যের বিজেপি নেতারাও। যদিও বিরোধীদের তরফে প্রশ্ন উঠেছে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে। অনেকেই মনে করছেন ২০১৪ সালের কথা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বঁদায়ুতে (Badaun) দুই বোনকে আটকে রেখে চলে নির্যাতন। তারপর তাঁদের খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রভাবশালী একাধিকের বিরুদ্ধে।

[আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সামলাতে দল পাঠাচ্ছে নবান্ন, নেতৃত্বে সেচমন্ত্রী, টুইট মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement