সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও হারতে হবে, কিছুতেই মানতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷
৬ রানে হার৷ তাও আবার নিজেদের মাঠে৷ দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ড জেতায় সিরিজে সমতায় ফিরেছে৷ বৃহস্পতিবার রাতে কিউয়িদের বিরুদ্ধে হারের পর রীতিমতো মুষড়ে পড়েছেন ধোনি৷ শুক্রবার দিল্লি ছাড়ার আগে জানিয়ে গেলেন, তিনি আউট না হলে একটা চেষ্টা করতেন৷ ভারত অধিনায়কের বক্তব্য, “আমি চেয়েছিলাম একদিকটা ধরে রেখে ইনিংস গড়ে তুলতে৷ যাতে পরের দিকে হাত খুলতে পারি৷ কিন্তু হাত খোলার আগেই আউট হতে হল৷ এভাবে আউট হব, ভাবতে পারিনি৷ কিন্তু এটাই ক্রিকেট, মেনে নিতে হবে৷ যদি টিকে থাকতাম, তাহলে হয়তো ফলটা অন্যরকম হত৷”
তিনি আরও জানিয়েছেন, এই হারের জন্য কোনও একজন ব্যাটসম্যানকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়৷ এই ব্যর্থতা সকলের৷ তাঁর মতে, দলের প্রতিটি ব্যাটসম্যানকে অন্তত আরও দশ শতাংশ বেশি দেওয়া দরকার ছিল৷ তা ভারতীয় ক্রিকেটাররা দিতে পারেননি৷ ধোনির বক্তব্য, “আমি চেয়েছিলাম, কিছুক্ষণ উইকেটে কাটানোর পর স্ট্রোক নিতে৷ কিন্তু এই কাজটা করা শক্ত ছিল৷ কারণ, যখন একদিক থেকে উইকেট পড়তে শুরু করে, তখন মাথায় অন্য বিষয়গুলিও চলে আসে৷ সেই কারণে অতিরিক্ত আক্রমণাত্মক হতে পারিনি৷ আমাদের প্রয়োজন ছিল কয়েকটি বড় রানের পার্টনারশিপ৷ সেটা পারিনি৷ এখানেই আমরা পিছিয়ে পড়েছিলাম৷” ধোনি মনে করেন কোটলার এই উইকেটে ২৪২ রান তাড়া করাটা মোটেই সহজ নয়৷ তাঁর বক্তব্য, “বর্তমান যুগে তিনশো রান তাড়া করাটা যতটা সহজ, এই ধরনের উইকেটে আড়াইশোর কাছাকাছি রান তাড়া করাটা কঠিন৷ কারণ, উইকেটের বিষয়টি সবসময় মাথায় ঘুরতে থাকে৷ উইকেট স্লো৷ বল ঠিকঠাক ব্যাটে আসে না৷ ব্যাটিং করাটা সমস্যা হয়ে দাঁড়ায়৷”
The post ‘আউট না হলে চেষ্টা করতাম’, আফসোস ধোনির appeared first on Sangbad Pratidin.