shono
Advertisement

Breaking News

ব্যাটে ছেলেবেলার বন্ধুর দোকানের স্টিকার, অনুশীলনে মগ্ন ধোনি

ছবি ঘিরে নেটদুনিয়ায় প্রবল চর্চা।
Posted: 12:35 PM Feb 08, 2024Updated: 01:13 PM Feb 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলার বন্ধুকে স্মরণ করলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যে ব্যাট নিয়ে নেট করছেন, সেই ব্যাটের স্টিকারে বন্ধুর দোকানের নাম লেখা। সম্প্রতি ধোনির নেট প্র্যাক্টিসের যে ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে ধোনির ব্যাটের স্টিকারে লেখা ‘প্রাইম স্পোর্টস’।
ব্যাটের স্টিকারে ‘প্রাইম স্পোর্টস’ নামটা দেখেই সোশাল মিডিয়া ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন, এটা ধোনির ছোটবেলার বন্ধুর সেই স্পোর্টসের দোকান। খেলাধুলোর জিনিসপত্র বিক্রি করা হয় এই দোকান থেকে। ধোনির বায়োপিকেও সেই বন্ধুর কথা তুলে ধরা হয়েছে। তাঁর নাম পরমজিৎ সিং। ছেলেবেলার কথা খুব একটা খুল্লমখুল্লা বলতে চান না ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

[আরও পড়ুন: এবার বিনামূল্যেই ম্যাচের টিকিট! সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ মোহনবাগানের]

এগিয়ে আসছে আইপিএল। মেগাটুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। নেটে ধোনিকে ব্যাট নিয়ে অনুশীলন করতে দেখেই সোশাল মিডিয়া ব্যবহারকারীরা বুঝতে পেরে গিয়েছেন ক্যাপ্টেন কুল তাঁর ছোটবেলার বন্ধুর দোকানের স্টিকার লাগিয়েছেন ব্যাটে। তা নিয়ে প্রবল চর্চা শুরু হয় নেটমাধ্যমে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement