shono
Advertisement

ললিত মোদিকে দেশে ফেরানোর অনুমতি মিলল

নতুন করে আরও বিপত্তি বাড়ল ললিত মোদির৷ The post ললিত মোদিকে দেশে ফেরানোর অনুমতি মিলল appeared first on Sangbad Pratidin.
Posted: 04:07 PM Nov 17, 2016Updated: 10:37 AM Nov 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থ তছরুপে অভিযুক্ত আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদিকে ভারতের হাতে ফিরিয়ে দিতে ব্রিটেন সরকারের কাছে ‘লেটার অফ রিকোয়েস্ট’ পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বুধবার মুম্বইয়ের একটি পিএমএলএ বিশেষ আদালত ইডিকে এই সংক্রান্ত অনুমতি দিয়েছে৷ এর ফলে নতুন করে আরও বিপত্তি বাড়ল ললিত মোদির৷

Advertisement

গত ৮ নভেম্বর এই মর্মে ইডি আবেদনটি করেছিল৷ আবেদনে বলা হয়, ললিত মোদির বিরুদ্ধে আদালত যে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তা কার্যকর করার জন্য ব্রিটেন সরকারের সহযোগিতা চেয়ে ‘লেটার অফ রিকোয়েস্ট’ পাঠানোর অনুমতি দেওয়া হোক৷ উল্লেখ্য, বর্তমানে ললিত মোদি ব্রিটেনে রয়েছেন৷ ললিত মোদি তাঁর কার্যকালে আইপিএলের তহবিল নয়ছয় করেছিলেন বলে বিসিসিআই যে ফৌজদারি অভিযোগ করেছে, ইডির এই মামলাটি তারই অংশ৷ অর্থমন্ত্রকের অধীন রাজস্ব দফতর অবৈধ আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে এই সংক্রান্ত অভিযোগের প্রধান তদন্তটি করছে ইডি৷ গত বছর ৬ আগস্ট এই পিএমএলএ আদালতই ললিত মোদির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে৷ কিন্তু আন্তর্জাতিক আইনের জটিলতার কারণে ইডি এখনও সেই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারেনি৷ এদিন আদালতের অনুমতির পর ইডির আইনজীবী ভেনেগোয়ানার বলেন, এবার ‘লেটার অফ রিকোয়েস্ট’ পাঠানো হবে বিদেশ মন্ত্রকের কাছে৷ সেখান থেকেই ব্রিটেন সরকারের যথাযথ দফতরে তা প্রেরিত হবে৷

আইপিএলের ৪২৫ কোটি টাকার টেলিভিশন স্বত্ব দেওয়া নিয়ে ২০০৮ সালে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ ও মাল্টি স্ক্রিন মিডিয়ার মধ্যে একটি চুক্তিতে অনিয়মের অভিযোগ ওঠে৷ সেই ব্যাপারেই তদন্ত করছে ইডি৷ ওই বছরেই বিসিসিআই চেন্নাইয়ে একটি মামলা রুজু করে৷ ২০০৯ সাল থেকে বিদেশি মুদ্রা বিনিময় আইনেও ললিতের বিরু‌দ্ধে তদন্ত করছে ইডি৷

The post ললিত মোদিকে দেশে ফেরানোর অনুমতি মিলল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement