রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ফর্ম ফেরাতে অবশেষে ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তেমনটাই ইঙ্গিত মিলছে মুম্বই ক্রিকেট সংস্থা সূত্রে। এমসিএ কর্তারা আশাবাদী, আগামী ২৩ জানুয়ারি থেকে কাশ্মীরের বিরুদ্ধে রনজি ম্যাচে খেলবেন হিটম্যান।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনটি টেস্ট ম্যাচে মাত্র ৩১ রান করেছিলেন রোহিত। সিডনিতে সিরিজের শেষ টেস্ট ম্যাচেও তিনি খেলেননি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর দলের সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে। তারপরই মুম্বই রনজি দলের সঙ্গে অনুশীলন শুরু করেন রোহিত।
শোনা যাচ্ছে, এবার রাজ্য দলের হয়ে রনজিতে নামবেন হিটম্যান। আগামী ২৩ জানুয়ারি রনজির দ্বিতীয় পর্বের ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে নামবে মুম্বই। সেই ম্যাচে খেলতে পারেন রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়ক এখনও রনজিতে খেলার বিষয়ে নিজে থেকে মুম্বই ক্রিকেট কর্তাদের জানাননি। তবে মুম্বই ক্রিকেটের আগামী ২০ জানুয়ারি রনজির ওই ম্যাচের জন্য দল বাছতে বসবেন নির্বাচকরা। তার আগে রোহিতের মতামত জানতে চাওয়া হবে। তবে ভারত অধিনায়ক নাকি ঘনিষ্ঠ মহলে রনজি ম্যাচে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। সব ঠিক থাকলে প্রায় ৯ বছর পর রনজিতে দেখা যাবে হিটম্যানকে।
রোহিত যে রনজিতে খেলবেন, সেই সম্ভাবনা জোরালো হলেও বিরাট কোহলির খেলা নিয়ে সংশয় এখনও কাটেনি। রনজির পরবর্তী রাউন্ডের জন্য সম্ভাব্য দলে বিরাটকে রেখেছে দিল্লি ক্রিকেট সংস্থা। প্রাথমিকভাবে বিরাটের নাম ৪১ সদস্যের দলে রাখা হলেও তাঁর খেলা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। গত বছরও বিরাটকে এই সম্ভাব্য দলে রাখা হয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলননি তিনি। বোর্ডের তরফে দিল্লি সংস্থাকে বিরাটের খেলা না খেলা নিয়ে কিছু জানানো হয়নি। আবার বিরাট নিজেও যে রনজি খেলার আগ্রহ দেখিয়েছেন তেমনটা নয়। ফলে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।