সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। এবারও সেটাই হল। শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) সামনে ভেঙে গেল তাঁর রেকর্ড। তাও আবার ৩০ বছরের পুরনো রেকর্ড ভাঙল রনজি ট্রফি ফাইনালের (Ranji Trophy Final 2023-24) মঞ্চে। এবার ‘গড অফ ক্রিকেট’-এর রেকর্ডে ভাগ বসালেন আর এক মুম্বইকর। তিনি মুশির খান (Musheer Khan)।
ভারতীয় ক্রিকেট মহলে মুশির আবার সরফরাজ খানের (Sarfaraz Khan) ভাই হিসেবেই খ্যাত। কয়েক সপ্তাহ আগেই দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে এসেছিলেন মুশির। এর পর থেকে মুম্বইয়ের হয়ে রনজি খেলতে নেমে রানের ফুলঝুরি ফুটিয়েছেন।
[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকের আশা বাঁচিয়ে রাখলেন ভিনেশ ফোগাট, কিন্তু কীভাবে?]
আর এবার বিদর্ভের বিরুদ্ধে রনজি ফাইনালে দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন মুশির। মুম্বইয়ের ক্রিকেটারদের মধ্যে সব থেকে অল্প বয়সে রনজি ফাইনালে শতরান করেছেন তিনি।
১৯৯৪-৯৫ মরশুমে রনজি ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত সেই ফাইনালের প্রথম ইনিংসে শচীনের ব্যাট থেকে এসেছিল ১৪০ রান। এত দিন সেটাই ছিল রনজি ফাইনালে মুম্বইয়ের হয়ে সব থেকে অল্প বয়সে কোনও ব্যাটারের করা শতরান।
৩০ বছর পরে সেই রেকর্ড ভাঙল। এবং শচীনের সেই নজির তাঁর সামনেই ভাঙলেন মুশির। তিনি ৩২৬ বলে ১৩৬ রানে আউট হন। আউট হওয়ার আগে মুশিরের লড়াকু ইনিংস ১০টি চার দিয়ে সাজানো ছিল।