shono
Advertisement

‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে হিঁচড়ে রাস্তায় নামানো হল যুগলকে

উত্তরপ্রদেশের ঘটনা... The post ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে হিঁচড়ে রাস্তায় নামানো হল যুগলকে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:56 PM Apr 12, 2017Updated: 02:34 PM Nov 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাভ জেহাদ’-এর অভিযোগে এক যুগলকে হেনস্তা করল হিন্দু যুব বাহিনীর সদস্যরা। বাড়িতে ঢুকে তাদের উপর আক্রমণ করা হয়। এমনটাই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মীরাটে। অভিযোগ, ওই যুগলকে টেনে হিঁচড়ে থানা পর্যন্ত নিয়ে যায় যুব বাহিনী। ঘটনা ঘিরে তোলপাড় মীরাটের শাস্ত্রীনগর এলাকা। উত্তরপ্রদেশের হিন্দু যুব বাহিনীর শীর্ষ নেতা নাগেন্দ্র সিং তোমার ইসলাম ধর্মাবলম্বী ওই যুবকের কড়া শাস্তির দাবি তুলেছেন।

Advertisement

[সংঘর্ষ বিধ্বস্ত ভদ্রক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী]

সংবাদ সংস্থা ANI কে নাগেন্দ্র সিং তোমার জানিয়েছেন, “আমি পুলিশকে জানিয়েছি ওই যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। হিন্দু এক মেয়ের বাড়িতে বসে প্রেম করছিল ওই মুসলিম যুবক। ওর লক্ষ্য ছিল মেয়েটিকে ইসলাম ধর্মান্তরিত করা। বাড়ির মালিকও যাতে কড়া শাস্তি পায় সে কথাও পুলিশকে বলা হয়েছে। ঠিকমতো খোঁজ না নিয়েই কেন কাউকে তিনি বাড়ি ভাড়া দিলেন, তা বলতে হবে।”

[‘মা-বোনেদের সিঁদুর খেলা বাংলার সংস্কৃতি, তরোয়াল খেলা নয়’]

পুলিশ জানিয়েছে, স্থানীয় কিছু বাসিন্দা যুববাহিনীর কাছে বিষয়টি জানিয়েছিল। এরপরই তারা সেখানে যায়। আপত্তিকর অবস্থায় উদ্ধার করা হয় যুগলকে। মেয়েটিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও মুজফ্ফরনগরের ওই যুবকের বিরুদ্ধে আপত্তিকর কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।

[১০ বছরের শিশুকে কুপিয়ে খুন করল পিসি]

উত্তরপ্রদেশের তখতে যোগী আদিত্যনাথ বসার পরই যেসব পদক্ষেপ করেন তার মধ্যে অন্যতম ছিল অ্যান্টি-রোমিও স্কোয়াড। কিন্তু এই স্কোয়াডের বিরুদ্ধে সরব হতে শুরু করেন রাজ্যবাসী। নিরাপত্তার বদলের নিরাপরাধ মানুষকে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে এই স্কোয়াডের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী অবশ্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলেই জানিয়েছিলেন। এরইমধ্যে মীরাটের এই ঘটনা নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তাকে।

[৫৩টি পরিবারকে ‘ঘর ওয়াপসি’ করাল আরএসএস]

The post ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে হিঁচড়ে রাস্তায় নামানো হল যুগলকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার