shono
Advertisement

তিন তালাকের প্রতিবাদ, হিন্দু ধর্ম গ্রহণের হুঁশিয়ারি মুসলিম মহিলার

কেন ধর্ম ছাড়তে চান এই মুসলিম মহিলা? The post তিন তালাকের প্রতিবাদ, হিন্দু ধর্ম গ্রহণের হুঁশিয়ারি মুসলিম মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM May 19, 2017Updated: 10:01 AM May 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ তিন তালাক নিয়ে এখন দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে৷ জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ এবার এই প্রথার প্রতিবাদে হিন্দু ধর্ম গ্রহণ করার হুঁশিয়ারি দিলেন এক মুসলিম মহিলা৷ দিন কয়েক আগে থানাতেই ওই মহিলাকে তিন তালাক দেন তাঁর স্বামী৷ ওই মহিলা বলেছেন, তিনি যদি সুবিচার না পান, তাহলে হয় হিন্দু ধর্মগ্রহণ করবেন নতুবা আত্মঘাতী হবেন৷ ঘটনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করেছেন ওই মহিলা৷ এই বিস্ফোরক মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

[ পাকিস্তানের টাকায় অশান্তি ছড়াচ্ছে কাশ্মীরে, হুরিয়তের বিরুদ্ধে তদন্তে NIA]

উত্তরাখণ্ডের উধমসিংহ নগরের বাসিন্দা ওই মহিলার নাম শামিন জাহান৷ বছর বারো আগে আসিফ নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর৷ জানা যাচ্ছে, বিয়ের চার বছরের মাথায় একবার শামিমকে তালাক দিয়েছিলেন আসিফ৷ তবে সেবার পরিবারের মধ্যস্থতায় সমস্যা মিটে গিয়েছিল৷ প্রথামাফিক ৪০দিন আলাদা থাকার পর ফের একসঙ্গে থাকা শুরু করেন শামিন ও আসিফ৷ কিন্তু অভিজ্ঞতা সুখের হয়নি৷ জানা যাচ্ছে, শামিমের ওপর শারীরিক অত্যাচার করতে শুরু করে আসিফ৷ কিন্তু মুখে বুজে অত্যাচার সহ্য না করে, স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শামিন৷ এরপরই থানায় ঢুকে পুলিশকর্মীদের সামনেই আসিফ শামিনকে ফের তালাক দেন বলে সূত্রের খবর৷  জীবনের এই তিক্ত অভিজ্ঞতার পর শামিন এখন বলছেন, হিন্দু ধর্মে তিন তালাকের মতো প্রথা নেই৷ তাই মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মগ্রহণ করাটাই শ্রেয় বলে মনে করছেন তিনি৷ আর তা যদি সম্ভব না হয়, তাহলে আত্মহত্যা করবেন তিনি৷ আর শামিন্র এই বিস্ফোরক মন্তব্যের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া৷

[ জিএসটি লাগু হলে দাম কমবে অধিকাংশ পণ্যের, দাবি কাউন্সিলের]ii

তবে শুধু শামিনই নন, তিন তালাক প্রথার বিরুদ্ধে সরব মুসলিম মহিলাদের একাংশ৷ একাধিক আবেদনের জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ ছয়দিনের ঐতিহাসিক শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার৷  তবে আপাতত রায়দান স্থগিত রেখেছেন শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ৷ আগামী জুলাইয়ের সম্ভবত এই মামলায় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট৷

The post তিন তালাকের প্রতিবাদ, হিন্দু ধর্ম গ্রহণের হুঁশিয়ারি মুসলিম মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার