shono
Advertisement

Breaking News

তিন তালাক তুলে দিয়েছেন ‘দাদা’, মোদিকে রাখি পাঠাচ্ছেন বারাণসীর মুসলিম মহিলারা

‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’, বলছেন বারাণসীর মুসলিম মহিলারা৷ The post তিন তালাক তুলে দিয়েছেন ‘দাদা’, মোদিকে রাখি পাঠাচ্ছেন বারাণসীর মুসলিম মহিলারা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:19 PM Aug 11, 2019Updated: 05:19 PM Aug 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘আমাদের শাপমুক্তি ঘটিয়েছেন উনি৷ ত্রাতার মতো আমাদের রক্ষা করেছেন৷ দাদা যেমন নিজের বোনকে আগলে রাখেন, তেমনই উনিও আমাদের রক্ষা করেছেন৷’’ না এটা কোনও সিনেমার সংলাপ নয়৷ বিল এনে বিতর্কিত তিন তালাক প্রথা বন্ধ করায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে এমনই বলছেন সেখানকার মুসলিম মহিলারা৷ এবং সেজন্যই প্রধানমন্ত্রীর জন্য নিজের হাতে রাখি তৈরি করছেন তাঁরা৷ নির্দিষ্ট দিনে যা পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর বাসভবনে৷

Advertisement

[ আরও পড়ুন: ছ’দিনে একটাও গুলি চলেনি, কাশ্মীর শান্ত দাবি পুলিশের]

রামপুরার বাসিন্দা হুমা বানো বলেন, ‘‘কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই এটা সম্ভবপর হয়েছে৷ তিন তালাকের মতো একটা প্রথা সাজাযোগ্য বলে গণ্য হয়েছে৷ দেশের সমস্ত মুসলিম মেয়েদের কাছে উনি বড় দাদার মতো৷ তাই আমাদের দাদার জন্য আমরা রাখি তৈরি করছি৷’’ কেবল হুমা বানো নয়, একই কথা বলছেন বাকিরাও৷ তাঁদের বক্তব্য, ‘‘এতদিন ধরে ব্যাধীর মতো তিন তালাক প্রথা নিয়ে বয়ে বেরাতে হচ্ছিল মুসলিম মেয়েদের৷ মাথা নীচু করে থাকতে হত তাঁদের৷ কিন্তু এখন আক্ষরিক অর্থে স্বাধীনতা ফিরে পেয়েছেন তাঁরা৷’’ যদিও বিষয়টিকে ‘অপপ্রচার’ বলে অভিযোগ করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ৷ কট্টর মুসলিমপন্থী এই সংগঠনের দাবি, ‘‘আরএসএস-এর মুসলিম শাখাই এই ধরনের প্রচার চালাচ্ছে৷ এরজন্য নকল লোকদের মুসলিম সাজানো হচ্ছে৷ অথবা ভাড়া করে নিয়ে আসা হচ্ছে৷ চাপে পড়ে একাংশের মানুষ এই ধরনের কথা বলছেন৷ এটা সরকারের অপপ্রচার৷’’

[ আরও পড়ুন: বক্তৃতা দিতে গিয়ে ভুলেই গেলেন সুষমা স্বরাজের নাম! নেটদুনিয়া হাসির খোরাক বিজেপি সাংসদ ]

উল্লেখ্য, প্রথমবারে না হলেও, ক্ষমতায় এসেই তিন তালাক বিল পাশ করে দ্বিতীয় মোদি সরকার৷ ১৯ মাসের নিরলস পরিশ্রমে প্রথমে লোকসভায়, তারপর রাজ্যসভাতেও পাশ হয় এই বিল৷ ৯৯-৮৪ ভোটে সংসদের উচ্চকক্ষে পাশ হয় বিলটি৷ দীর্ঘকাল পুরুষশাসিত সমাজের বাঁধন ছেড়ে এবার মুক্তির হাওয়া উপভোগ করতে পারেন সংখ্যালঘু মহিলারা৷ যদিও বিলের বিরোধিতায় সরব হয় বিরোধীদের একাংশ৷ ভোটদানে বিরত থাকে বিএসপি, টিআরএস৷ সংসদে অনুপস্থিত থাকে ওয়াইএসআর কংগ্রেস, এনসিপির বেশ কয়েকজন সাংসদ৷ এই ইস্যুতে কেন্দ্রকে পুরোপুরি সমর্থন করে নবীন পট্টনায়েকের বিজেডি৷

The post তিন তালাক তুলে দিয়েছেন ‘দাদা’, মোদিকে রাখি পাঠাচ্ছেন বারাণসীর মুসলিম মহিলারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement