shono
Advertisement

Breaking News

ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোডের নেশাই কাল! গঙ্গায় তলিয়ে গেল ২ যুবক

ডুবুরি নামিয়ে চলছে জোর তল্লাশি।
Posted: 07:27 PM Apr 10, 2022Updated: 07:27 PM Apr 10, 2022

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: দুপুরের প্রবল দাবদাহ থেকে একটু শান্তি পেতে চার বন্ধু দু’টি মোটরবাইক করে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন আবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বাকি দু’জন স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র। তাঁরা ভেবেছিল, দুজন আগে নামবে। স্নান করার ভিডিও করবে বাকিরা। আর তা আপলোড করা হবে ইউটিউবে। তাই হয়েছিল। স্নান, ভিডিও সবই হয়েছে। তবে ভিডিও ইউটিউবে আপলোডের আগেই ঘটল বিপত্তি। স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল চারজন। দু’জন কোনওক্রমে গঙ্গার পাড়ে আসতে পারে। তবে বাকি ২ জন এখনও নিখোঁজ। ডুবুরি নামিয়ে তল্লাশি করলেও লাভ হয়নি কিছুই। নদিয়ার শান্তিপুরের স্টিমার ঘাটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

নিখোঁজ দুই যুবকের নাম আকাশ সরকার এবং রোহন বিশ্বাস। দু’জনেরই বয়স ১৮ বছর। শান্তিপুরের বাগচির বাগানের বাসিন্দা তাঁরা। দু’জনেই এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। কিন্তু তাদের ইচ্ছা ছিল দুই বন্ধুকে সঙ্গে নিয়ে শান্তিপুরের স্টিমার ঘাটে গঙ্গায় স্নানের ভিডিও করবে। বাইকে চড়ে সায়ন বিশ্বাস এবং অমিয় সরকার নামে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তাঁরা স্টিমার ঘাটে যান। আকাশ এবং রোহন আগে গঙ্গায় স্নান করে। সেই সময় তাঁদের স্নানের ভিডিও তোলেন সায়ন এবং অমিয়। কিছুক্ষণ ভিডিও করার পর তাঁদের গঙ্গায় নেমে স্নান করার ইচ্ছা হয়। প্রত্যেকেই জলে নেমে পড়ে। কেউই সাঁতার জানতেন না। তাই গঙ্গায় তলিয়ে যান চারজনই। দু’জন গঙ্গায় তলিয়ে যায়। তবে বাকি দু’জন একটুর জন্য প্রাণে বেঁচে যান।

[আরও পড়ুন: ‘স্বর্গে আবার দেখা হবে মা’, রুশ গোলায় নিহত মহিলাকে চিঠি লিখল ছোট্ট মেয়ে]

বিএ প্রথম বর্ষের ছাত্র সায়ন বিশ্বাস বলেন, “আমরা চার বন্ধু মোটরবাইক চেপে গঙ্গার ঘাটে আসি। স্নান করতে নেমেছিলাম। ভেবেছিলাম ভিডিও করব। করা হয়েছিল। আমরা কেউই সাঁতার জানি না। চোখের সামনে দিয়ে আমার দুই বন্ধু তলিয়ে গেল। এটা কিছুতেই মেনে নিতে পারছি না।” ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। তবে রবিবার সন্ধে পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি।

এদিকে, রবিবার দুপুরে চাকদহের সান্যালচরের গঙ্গার ঘাটে মিলল রানাঘাটের চুড়িপাড়ার বাসিন্দা নিখোঁজ যুবক সুরজিৎ দাসের দেহ। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ গঙ্গার ঘাটে ভেসে ওঠা দেহটি শিয়াল কামড়ে খাচ্ছিল। বীভৎস ওই দৃশ্য দেখে তাঁরা পুলিশকে খবর দেন। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। উল্লেখ্য, শুক্রবার দুপুরে সুরজিৎ তাঁর বন্ধুদের সঙ্গে রানাঘাটের মুকুন্দনগরের গঙ্গারঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যান।

[আরও পড়ুন: কুতুব মিনার চত্বরে ধ্বংস হওয়া মন্দিরগুলি পুনর্নির্মাণের দাবি বিশ্ব হিন্দু পরিষদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement