shono
Advertisement

নাসিক থেকে রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হল ৫০ লক্ষ নতুন ৫০০ টাকার নোট

আগামী বছর মার্চ মাসের মধ্যে নাসিকের ছাপাখানাকে ৪০০ মিলিয়ন ৫০০-র নোট ছাপাতে হবে বলে খবর৷ The post নাসিক থেকে রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হল ৫০ লক্ষ নতুন ৫০০ টাকার নোট appeared first on Sangbad Pratidin.
Posted: 11:12 AM Nov 13, 2016Updated: 01:58 PM Sep 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে নাজেহাল দেশবাসী৷ ছুটির দিনেও ব্যাঙ্ক এটিএম-এর সামনে লম্বা লাইন৷ ২০০০ টাকার নোট হাতে পেলেও তা খুচরো করাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে৷ তবে এবার খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন তাঁরা৷ কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কাছে নতুন ৫০০ টাকার নোট পাঠাতে শুরু করে দিল নাসিকের কারেন্সি নোট প্রেস৷

Advertisement

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ পরিস্থিতি সামলাতে যুদ্ধকালীন ততপরতায় নোট ছাপার কাজ শুরু করে দেয় আরবিআই৷ জানা গিয়েছে, নাসিকের প্রেস ইতিমধ্যেই ৫০০ টাকার ৫০ লক্ষ নতুন নোট আরবিআই-এ পাঠিয়ে দিয়েছে৷ আগামী বুধবার আরও ৫০ লক্ষ ৫০০ টাকার নোট পাঠানো হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি নাসিকের ওই ছাপাখানায় ২০, ৫০ এবং ১০০ টাকার নোটও ছাপানো হচ্ছে বলে জানান এক আধিকারিক৷

পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন শীঘ্রই বাজারে নয়া ৫০০ এবং ২০০০ টাকার নোট চলে আসবে৷ কিন্তু ২০০০ টাকার নোট এলেও এখন ৫০০-র নোট হাতে পাননি আম আদমি৷ তবে এবার সেই অপেক্ষারও অবসান ঘটতে চলেছে৷ সূত্রের খবর, মাইসুরু এবং পশ্চিমবঙ্গের শালবলিতে ৫০০ ও ২০০০ টাকার নোট আগেই ছাপিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ এবার নাসিক ও মধ্যপ্রদেশের দেওয়াসেও ৫০০ টাকার নোট ছাপানো হচ্ছে৷ আগামী বছর মার্চ মাসের মধ্যে নাসিকের ছাপাখানাকে ৪০০ মিলিয়ন ৫০০-র নোট ছাপাতে হবে বলে খবর৷

The post নাসিক থেকে রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হল ৫০ লক্ষ নতুন ৫০০ টাকার নোট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement