shono
Advertisement

Breaking News

Hardik Pandya

দেশ ছাড়ছেন নাতাশা, হার্দিকের সঙ্গে সম্পর্কে ইতি?

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে সারেন হার্দিক ও নাতাশা।
Published By: Akash MisraPosted: 07:26 PM Jul 16, 2024Updated: 07:29 PM Jul 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক-নাতাশার সুখের সংসারে ভাঙনের জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। এমনকী টি-২০ বিশ্বকাপ জেতার পরও হার্দিক আর নাতাশাকে একসঙ্গে দেখা যায়নি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও হার্দিককে একাই দেখা গিয়েছে। তাহলে কি অবশেষে হার্দিককে ছেড়েই দিচ্ছেন? ঠিক এমন প্রশ্নের মাঝেই আচমকা শোনা গেল, ব্যাগপত্তর গুছিয়ে নাতাশা নাকি দেশ ছাড়ছেন। পাকাপাকিভাবে যে হার্দিককে ছাড়ার জন্যই নাকি এবার হার্দিকের থেকে বহু দূরে চলে যেতে চাইছেন নাতাশা। আর নাতাশার নতুন ইনস্টাগ্রাম পোস্টেই এমন ইঙ্গিত, নিজেই দিলেন হার্দিকপত্নী। সূত্রের খবর, নিজের দেশ সারবিয়াতেই উড়ে যাচ্ছেন নাতাশা।  

Advertisement

২০২০ সালের জানুয়ারি মাসে হার্দিক ও নাতাশার বাগদান হয়। সে বছরের মে মাসেই বিয়ে সারেন তাঁরা। করোনার প্রকোপ ছিল। তাই ছিমছাম ভাবেই সেই সময় বিয়ে সেরেছিলেন ক্রিকেটার ও অভিনেত্রী। বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন নাতাশা। ২০২০ সালের ৩০ জুলাই ছেলের জন্ম দেন তিনি। এর পর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে সারেন হার্দিক ও নাতাশা।

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]

প্রসঙ্গত, এর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাতাশা স্ট্যানকোভিচ পাণ্ডিয়া লিখতেন হার্দিকপত্নী। কিন্তু এখন আর তা নেই। এমনকী, ফেব্রুয়ারি মাসের পর থেকে হার্দিকের সঙ্গে নাতাশার আর কোনও ছবি নেই। টি-২০ বিশ্বকাপ জেতার পর কান্নায় ভেঙে পড়েছিলেন হার্দিক। ভিডিও কল করে কারও সঙ্গে কথা বলছিলেন তিনি। তাতেই মনে করা হয়েছিল, হার্দিক ও নাতাশার মধ্যে হয়তো দূরত্ব কমেছে। কিন্তু অভিনেত্রীর ভিডিও বার্তা ফের মনোমালিন্যর জল্পনা বাড়িয়ে দিল।

সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে আসতেই থাকে। কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? যে কোনও ব্যক্তির জন্যই তা সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন হার্দিক-নাতাশা (Hardik Pandya-Natasa Stankovic)। তাঁদের দাম্পত্য নাকি এখন শেষপর্যায়ে এসে পৌঁছেছে। অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটারের সম্পর্ক মেরামত হওয়ার আর কোনও রাস্তাই নেই। তারকা দম্পতির এক ঘনিষ্ঠ বন্ধুও সম্প্রতি এমন কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে।

[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement