shono
Advertisement

ইতিহাস গড়ে এশিয়া কাপের মূলপর্বে নেপাল, ঠাঁই হল ভারত ও পাকিস্তানের কঠিন গ্রুপে

তবে এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত।
Posted: 05:26 PM May 02, 2023Updated: 05:26 PM May 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়ল নেপাল। সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে আসন্ন এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নিল পড়শি দেশ। ১৭ বছরের গুলশন কুমার ঝায়ের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে ৭ উইকেটে ম্যাচ জেতে নেপাল।

Advertisement

সোমবারের পর বৃষ্টিবিঘ্নিত এসিসি মেনস্ প্রিমিয়ার কাপের ফাইনালে মঙ্গলবার ফের কাঠমাণ্ডুতে মুখোমুখি হয় আমিরশাহী (UAE) এবং নেপাল। যেখানে ১১৭ রানেই অলআউট হয়ে যায় আমিরশাহী। জবাবে অপরাজিত ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন গুলশন। আর সেই দৌলতেই সহজ জয় পায় নেপাল। ফলস্বরূপ, ইতিহাস গড়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা। তবে সেপ্টেম্বরে আয়োজিত হতে চলা টুর্নামেন্টে কঠিন গ্রুপে ঠাঁই হল তাদের। নেপাল খেলবে গ্রুপ এ-তে অর্থাৎ যেখানে রয়েছে ভারত ও পাকিস্তান।

[আরও পড়ুন: সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে জনসংযোগে জোর, মন্ত্রীদের বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর]

প্রিমিয়ার কাপে প্রথম তিনে শেষ করেছে নেপাল, আমিরশাহী এবং ওমান। সেই সৌজন্যে এই তিনটি দল জুলাইয়ে এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপেও অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করল। স্বাভাবিক ভাবেই এমন সাফল্যে উচ্ছ্বসিত নেপালের ক্রিকেটার তথা বোর্ড কর্তারা।

তবে এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত। পাকিস্তান এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেলেও সে দেশে খেলতে যেতে রাজি নয় ভারত। বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ সাফ জানিয়ে দেন, দুই দেশের সম্পর্কের তিক্ততার মাঝে পাক ভূমে টিম ইন্ডিয়াকে পাঠানোর প্রশ্নই ওঠে না। এ নিয়ে নানা তর্ক-বিতর্ক হলেও শেষে ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেন্যু আয়োজনেও রাজি হয় পাকিস্তান। তবে এখনও এই প্রস্তাবে সবুজ সংকেত দেয়নি ভারতীয় বোর্ড। এবার দেখা শেষমেশ কোথায় এশিয়ার কাপের ম্যাচ খেলেন রোহিত শর্মারা।

[আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই সুখবর, ICC টেস্ট ক্রমতালিকায় শীর্ষে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement