সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছরের বেশি সময় পর অবশেষে দোষী সাব্যস্ত হলেন নেপালের (Nepal) তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে (Sandeep Lamichhane)। শুক্রবার, ২৯ ডিসেম্বর এই লেগ স্পিনারকে দোষী সাব্যস্ত করল নেপালের আদালত (Nepal District Court)। ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সন্দীপ। এদিন নেপালের জেলা কোর্টের বিচারক শিরিষ রাজ ধাকাল দুই পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর সন্দীপকে দোষী সাব্যস্ত করেন। এর ফলে তাঁর ক্রিকেট কেরিয়ার প্রশ্নের মুখে পড়ে গেল।
গত বছর আগস্টে কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন সন্দীপ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গত বছর সেপ্টেম্বরে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নেপালের আদালত। গ্রেপ্তারি এড়াতে বেশ কিছু দিন বিদেশে ছিলেন তিনি। ক্যারিবিয়ান লিগ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজেই থেকে যান। বেশ কিছু দিন পর ফেরেন নেপালে। গত বছর ৬ অক্টোবর দেশে ফেরার পর কাঠমান্ডু বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপকে।
[আরও পড়ুন: ‘এটা কি ইয়ার্কি হচ্ছে!’ রোহিতদের উপর রেগে লাল সুনীল গাভাসকর! পালটা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক]
নেপাল পুলিশ জানায়, গত বছর ২২ আগস্ট মাসে নেপাল ক্রিকেট দলের কেনিয়া সফরের আগে সন্দীপ এক কিশোরীকে ভক্তপুরে ঘুরতে যাওয়ার অনুরোধ করেন। কিশোরী রাজি হন। রাতে ওই কিশোরী মধ্য বানেশ্বরে নিজের হস্টেলে ফিরে যেতে চাইলে লামিছানে বাধা দেন। হস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিছানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন ওই কিশোরী। প্রথমে তিনি আলাদা ঘরে থাকতে চান। সেটাও হতে দেননি সন্দীপ। তার বদলে নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দু’বার ধর্ষণ করেন এই ক্রিকেটার। যদিও প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ। তবে শেষরক্ষা হল না।
ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ থাকার পরেও, চলতি বছর এশিয়া কাপে নেপালের দলে তাঁকে রাখা হয়েছিল। একটা সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন। ২৩ বছরের স্পিনারকে নেপাল ক্রিকেটের মুখ মনে করা হচ্ছিল। নেপালের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলের মতো মেগা ইভেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন। সন্দীপকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ধর্ষণের দায়ে এবার দোষী সাব্যস্ত হলেন এই তারকা লেগ স্পিনার।