shono
Advertisement

মণিপুরের প্রথম ক্লাব হিসাবে আই লিগ খেলার ছাড়পত্র পেল নেরোকা এফসি

প্রেরণা আইজল এফসি। The post মণিপুরের প্রথম ক্লাব হিসাবে আই লিগ খেলার ছাড়পত্র পেল নেরোকা এফসি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM May 23, 2017Updated: 01:37 PM May 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেনেডি সিং, জেমস, সুরকুমার থেকে নওবা, ভাসুম, গৌরমাঙ্গি, ধনচন্দ্র, সুভাষ, মিলন হয়ে আজকের সেইত্যাসেন, জাকিচাঁদ, রোনাল্ড কিংবা বসন্ত৷ভারতীয় ফুটবলে প্রচুর তারকা, মহাতারকার জন্ম দিয়েছে মণিপুর৷ দশকের পর দশক ধরে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট এই রাজ্য৷ কিন্তু এতদিন দেশের শ্রেষ্ঠ টুর্নামেন্ট আই লিগে ছিল না তাদের কোনও প্রতিনিধি৷ এই প্রথম মণিপুর থেকে কোনও ক্লাব পেল আই লিগ৷নেরোকা এফসি৷ যাদের আসল নাম নর্থ ইস্টার্ন রি-অর্গানাইজিং কালচারাল অ্যাসোসিয়েশন৷

Advertisement

[মাঝ আকাশে উধাও সুখোই জেট, জোর তল্লাশি বায়ুসেনার]

শেষ দু’-তিন বছর ধরেই অল্পের জন্য আই লিগের সুযোগ হাতছাড়া করেছে নেরোকা৷ তবে এবার আর নয়৷ দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে ন’টি ম্যাচেই অপরাজিত তারা৷ দু’টি ড্র৷ বাকি সব ম্যাচে জিতেছেন সুভাষ সিং, ইজুমি আরাতারা৷ এই সাফল্যের রেসিপি কী? লাজুক হেসে কোচ গিফট রাইকান বলছিলেন, “এবার প্রথম থেকেই আমরা বড্ড ফোকাসড ছিলাম৷ সবাই একটাই লক্ষ্য নিয়ে মরশুমটা শুরু করেছিলাম৷ যেভাবেই হোক আমাদের আই লিগের ছাড়পত্র পেতেই হবে৷”

[ম্যাঞ্চেস্টার বিস্ফোরণে আক্রান্তদের সাহায্যে এগিয়ে এল স্থানীয় গুরুদ্বারগুলি]

কথায় কথায় উঠল পাশের রাজ্য আইজলের প্রসঙ্গ৷ সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পরলেন গিফট৷ বলছিলেন, “ওরাই তো এখন আমাদের প্রেরণা৷ মাত্র ক’দিন হয়েছে ভারতীয় ফুটবলের মূলস্রোতে৷ এর মধ্যেই ওরা দেখিয়ে দিল ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়৷ মণিপুরে প্রতিভার কোনও অভাব নেই৷ বছরে পর বছর এখান থেকে ফুটবলাররা দেশের সেরা ক্লাবে দাপটের সঙ্গে খেলেছে৷ আমাদের সবথেকে বড় দু’টো সমস্যা অর্থ ও পরিকাঠামো৷ যার জন্য এক ছাতার নিচে সবাইকে আনা যাচ্ছিল না৷ সমস্যা হচ্ছিল৷ এবার সেটা হয়েছে৷ আশা করছি আমরা রাজ্যের নাম ভারতীয় ফুটবলে আরও উজ্জ্বল করে তুলতে পারব৷”

[OMG! রিয়ালিটি শোয়ে নগ্ন হলেন এই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন]

The post মণিপুরের প্রথম ক্লাব হিসাবে আই লিগ খেলার ছাড়পত্র পেল নেরোকা এফসি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement