সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিত্রোঁ….চেনা সুরে পরিচিত মেজাজে এ ডাক শোনার জন্য মুখিয়ে ছিল দেশবাসী৷ কিন্তু কোথায় কী! বছরশেষের বক্তৃতায় একটিবারও সে কথা শোনা গেল না প্রধানমন্ত্রীর মুখে৷ জাতির উদ্দেশে তিনি অনেক কিছু বললেন ঠিকই, কিন্তু তা যেন তাঁর সিগনেচার স্টাইল থেকে অনেকটাই হটকে৷ নেটদুনিয়ার অবশ্য চোখ এড়ায়নি বিষয়টি৷ সেখানে তাই ঢেউ তুলছে প্রশ্ন- মোদি কি দেশকে তাহলে আনফ্রেণ্ড করলেন?
বছরশেষে মোদির বক্তৃতা নিয়ে সরগরম ছিল নেটদুনিয়া৷ ৮ নভেম্বর আচমকাই তিনি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন৷ ফলে আম জনতা প্রস্তুত ছিল না৷ কিন্তু এবার ঘোষণা আগেভাগেই ছিল৷ চমকপ্রদ কিছু জানাতে চলেছেন মোদি, এমনটাই প্রত্যাশা ছিল৷ বছরশেষের রাতে পার্টি মুডেও তাঁর স্বভাবসিদ্ধ মেজাজের বক্তৃতা শুনতে আগ্রহী ছিলেন অনেকে৷ আর সেখানে ইউএসপি ছিল বলা যায়, তাঁর মিত্রোঁ ডাক৷ এমনকী যতবার তিনি মিত্রোঁ বলবেন, ততবার কম টাকায় পানীয় দেওয়া হবে বলেও ঘোষণা করে দিয়েছিল একটি পাব৷ কিন্তু আশ্চর্য, গোটা বক্তৃতায় একটিবারও মিত্রোঁ কথাটি বলেননি মোদি৷ আর এ নিয়ে মশকরা করতে ছাড়েনি নেটদুনিয়া৷ সোশ্যাল মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন, মোদি কি তাহলে আনফ্রেন্ড করে দিলেন জনতাকে!
The post একবারও ‘মিত্রোঁ’ বললেন না মোদি, জনতাকে কি UNFRIEND করলেন? appeared first on Sangbad Pratidin.