shono
Advertisement

Breaking News

একবারও ‘মিত্রোঁ’ বললেন না মোদি, জনতাকে কি UNFRIEND করলেন?

সোশ্যাল মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন, মোদি কি তাহলে আনফ্রেন্ড করে দিলেন জনতাকে! The post একবারও ‘মিত্রোঁ’ বললেন না মোদি, জনতাকে কি UNFRIEND করলেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 PM Jan 01, 2017Updated: 06:08 PM Jan 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিত্রোঁ….চেনা সুরে পরিচিত মেজাজে এ ডাক শোনার জন্য মুখিয়ে ছিল দেশবাসী৷ কিন্তু কোথায় কী! বছরশেষের বক্তৃতায় একটিবারও সে কথা শোনা গেল না প্রধানমন্ত্রীর মুখে৷ জাতির উদ্দেশে তিনি অনেক কিছু বললেন ঠিকই, কিন্তু তা যেন তাঁর সিগনেচার স্টাইল থেকে অনেকটাই হটকে৷ নেটদুনিয়ার অবশ্য চোখ এড়ায়নি বিষয়টি৷ সেখানে তাই ঢেউ তুলছে প্রশ্ন- মোদি কি দেশকে তাহলে আনফ্রেণ্ড করলেন?

Advertisement

বছরশেষে মোদির বক্তৃতা নিয়ে সরগরম ছিল নেটদুনিয়া৷ ৮ নভেম্বর আচমকাই তিনি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন৷ ফলে আম জনতা প্রস্তুত ছিল না৷ কিন্তু এবার ঘোষণা আগেভাগেই ছিল৷ চমকপ্রদ কিছু জানাতে চলেছেন মোদি, এমনটাই প্রত্যাশা ছিল৷ বছরশেষের রাতে পার্টি মুডেও তাঁর স্বভাবসিদ্ধ মেজাজের বক্তৃতা শুনতে আগ্রহী ছিলেন অনেকে৷ আর সেখানে ইউএসপি ছিল বলা যায়, তাঁর মিত্রোঁ ডাক৷ এমনকী যতবার তিনি মিত্রোঁ বলবেন, ততবার কম টাকায় পানীয় দেওয়া হবে বলেও ঘোষণা করে দিয়েছিল একটি পাব৷ কিন্তু আশ্চর্য, গোটা বক্তৃতায় একটিবারও মিত্রোঁ কথাটি বলেননি মোদি৷ আর এ নিয়ে মশকরা করতে ছাড়েনি নেটদুনিয়া৷ সোশ্যাল মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন, মোদি কি তাহলে আনফ্রেন্ড করে দিলেন জনতাকে!

The post একবারও ‘মিত্রোঁ’ বললেন না মোদি, জনতাকে কি UNFRIEND করলেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement