সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তাঁর সাফ কথা, নরসিমা রাওকে কখনওই স্বীকৃতি দেয়নি গান্ধী-নেহরু পরিবার। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে, একথা ঘোষণা হতেই প্রণব-কন্যার বাক্যবাণ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে, এক কংগ্রেস সমর্থক তাঁকে ট্রোল করছে বলে অভিযোগ জানিয়ে রাহুল গান্ধীর কাছে ‘ন্যায়’ চেয়েছেন শর্মিষ্ঠা।
শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী জানান, তিনজনকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, পি ভি নরসিমা রাও (PV Narsimha Rao) ও বিজ্ঞানী এম এস স্বামীনাথন এবার দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হবেন। এই ঘোষণার পরেই দেশজুড়ে চর্চা শুরু হয়, কেন এই তিনজনের নামই বেছে নেওয়া হল ভারতরত্ন সম্মানের জন্য? বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে তিন ভারতরত্ন প্রাপকের আলাদা গুরুত্ব ও প্রভাব রয়েছে। মনে করা হচ্ছে, কংগ্রেসে যোগ্যরা ‘ব্রাত্য’ ছিলেন এই বার্তাই দিয়েছে মোদি সরকার। পাশাপাশি, জাঠ ভোট ব্যাঙ্কের মন পেতে চরণ সিংকে এই মর্যাদা। এই প্রেক্ষাপটে প্রণব-কন্যার সাফ কথা, নরসিমা রাওকে কখনওই স্বীকৃতি দেয়নি গান্ধী-নেহরু পরিবার। তাঁর কথায়, ভারতে অর্থনৈতিক সংস্কারের অন্যতম কাণ্ডারি নরসিমা রাওকে কখনওই সেই অর্থে স্বীকৃতি দেওয়া হয়নি।
[আরও পড়ুন: অমিত ‘দরবারে’ চন্দ্রবাবুর পরই মোদি সাক্ষাতে জগন, অন্ধ্রে চলছে কোন খেলা?]
এদিন এক কংগ্রেস সমর্থক তাঁকে ট্রোল করছে বলে অভিযোগ জানিয়ে রাহুল গান্ধীর কাছে ‘ন্যায়’ চেয়েছেন শর্মিষ্ঠা। গত সপ্তাহের সোমবার এক সাক্ষাৎকারে শর্মিষ্ঠা বলেন, তিনি কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তিনি জানান, সোশাল মিডিয়ায় তাঁকে অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ করেছেন এক কংগ্রেস সমর্থক। সাক্ষাৎকারে তাঁর মন্তব্যের পর থেকেই ‘কংগ্রেসী’ ট্রোলদের রোষের মুখে পড়তে হচ্ছে। শর্মিষ্ঠার কথায়, “আমি স্পষ্ট ভাষায় বলেছি আমি কংগ্রেস সমর্থক। জাতীয় রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কংগ্রেসকে। তবে আমি এটাও মনে করি গান্ধী-নেহরুদের নেতৃত্বের বাইরে গিয়েও ভাবতে হবে।”