shono
Advertisement

এবার এক ক্লিকেই খাবার ডেলিভারি পাবেন রেলযাত্রীরা

প্রশ্ন হল, কোথা থেকে আসছে এমন সুস্বাদু খাবার? The post এবার এক ক্লিকেই খাবার ডেলিভারি পাবেন রেলযাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:47 AM Oct 13, 2016Updated: 08:17 PM Oct 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের খাবার মুখে দেওয়ার যোগ্য নয়৷ এমন অভিযোগ রেলযাত্রীরা আখছার তুলে থাকেন৷ কিন্তু সমস্যার সমাধান আর হয়ে ওঠে না৷ খারাপ খাবারের দুর্ভোগ থেকে এবার মুক্তি পেতে চলেছেন যাত্রীরা৷

Advertisement

কীভাবে? এখন থেকে স্মার্টফোনে অত্যন্ত সহজে খাবার অর্ডার দিতে পারবেন রেলযাত্রীরা৷ কয়েক মুহূর্তেই টাটকা গরমাগরম খাবার যাত্রীর সিটে এসে হাজির হয়ে যাবে৷ কেন্টাকি ফ্রায়েড চিকেন থেকে ডমিনোজের পিৎজা, এক ক্লিকেই হাজির হবে মন-পসন্দ খানা৷

মথুরা থেকে ১৯ ঘণ্টা ট্রেন জার্নি করছিলেন অঙ্কের শিক্ষক অমিত ভি৷ মথুরা স্টেশনে স্মার্টফোনের অ্যাপে নিরামিশ খাবার অর্ডার দিয়েছিলেন তিনি৷ খাবার খাওয়ার পর তিনি বলেন, “ট্রেনের প্যান্ট্রিতে যে খাবার পাওয়া যায়, তার থেকে এই খাবার ১০০ গুণ বেশি সুস্বাদু৷”

প্রশ্ন হল, কোথা থেকে আসছে এমন সুস্বাদু খাবার? আসলে অ্যাপটিতে খাবার অর্ডার করলে নিকটতম স্টেশন থেকে খাবার পৌঁছবে আপনার কাছে৷ মথুরা স্টেশনের ডেলিভারি বয় অমন সিং মাত্র দু’মিনিটে ট্রেনের ভিড় ঠেলে যাত্রীর কাছে পৌঁছে তাঁকে খাবার ডেলিভারি দিয়ে টাকা নিয়ে প্ল্যাটফর্মে নেমেও পড়েন৷ অমন জানান, “প্রায়ই শোনা যায় ট্রেনের খাবারে আরশোলা পাওয়া গিয়েছে৷ এছাড়াও প্যান্ট্রি নোংরা থাকার অভিযোগ তো আছেই৷” ভারতের রেলওয়ে নেটওয়ার্কের উন্নতির জন্য এই নয়া পরিষেবা চালু করা হয়েছে৷ এর আগে রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে রেলমন্ত্রক৷ এবার খাবারের বিভাগেও ভোলবদল করতে চায়৷ বেসরকারি কয়েকটি কোম্পানি নাম করা স্টেশনের আশেপাশের রেস্তোরাঁর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই হোম ডেলিভারির ব্যবস্থা করছে৷ আগামী দিনে খাবার ডেলিভারির জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে রান্নাঘর (বেস কিচেন) তৈরি করার পরিকল্পনাও রয়েছে৷ অর্থাৎ এবার থেকে আরও আকর্ষণীয় রেল যাত্রা উপভোগ করবেন যাত্রীরা৷

The post এবার এক ক্লিকেই খাবার ডেলিভারি পাবেন রেলযাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement