স্টাফ রিপোর্টার : ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন জাতীয় অ্যাকাডেমিতে ভবিষ্যতে যদি বিরাট কোহলি আর নীরজ চোপড়াকে যদি পাশাপাশি প্র্যাকটিস করতে দেখেন, তাহলে এতটুকু অবাক হবেন না। শুধু নীরজ একা নন, ভারতের অলিম্পিক অ্যাথলিটরা ইচ্ছে করলেই নতুন এনসিএতে গিয়ে প্রস্তুতি সারতে পারবেন। ভারতীয় বোর্ড সচিব জয় শাহ সেই ঘোষণা করে দিয়েছেন।
বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে খুব বেশি সময় লাগবে না। বড়জোর মিনিট পনেরো। বিশাল জায়গা জুড়ে সেখানেই তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। বর্তমানে চিন্নাস্বামীতে এনসিএ রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ঠিকানা স্থানান্তরিত হতে চলেছে। তিনটে সুবিশাল মাঠ থাকছে সেই অ্যাকাডেমিতে। থাকছে অত্যাধুনিক ব্যবস্থাপনা। থাকছে ৪৫টি প্র্যাকটিস উইকেট। ভারতীয় টিমের বিদেশ সফরের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের পিচ তৈরি করা হয়েছে। যাতে বাইরে খেলতে যাওয়ার আগে ওই উইকেটে খেলে প্রস্তুতি সারতে পারেন ক্রিকেটাররা। আরও আছে। বিশেষ ধরনের ইন্ডোর তৈরি করা হয়েছে। অলিম্পিক সাইজের পুল থাকছে। এর সঙ্গে থাকছে আধুনিক মানের রিকোভারি ও স্পোর্টস মেডিসিন সেন্টার। এক কথায় বলতে গেলে অ্যাথলিটদের নিজেদের দারুণভাবে প্রস্তুত করার জন্য যে যে সুবিধে দরকার, তার সবকিছুই থাকছে নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। বিসিসিআই সচিবের কথায়, ‘‘নীরজ চোপড়ার মতো দেশের অলিম্পিক অ্যাথলিটরাও এই অ্যাকাডেমি ব্যবহার করতে পারবেন।’’
[আরও পড়ুন: প্যারিস থেকে দেশে ফিরলেন ভিনেশ, দিল্লি বিমানবন্দরে চোখের জলে ভাসলেন কুস্তিগির]
এর সঙ্গে আরও একটা খবর থাকছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে ভিভিএস লক্ষ্মণকেই রেখে দেওয়া হচ্ছে। সেই কথাও জানিয়ে দিয়েছেন জয় শাহ। সেপ্টেম্বরে ভিভিএসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বোর্ডের। শোনা যাচ্ছিল যে ভিভিএস দায়িত্ব ছেড়ে দিতে পারেন। তাঁকে ফের দেখা যেতে পারে আইপিএল দুনিয়ায়। বিকল্প এনসিএ প্রধান হিসেবে ভারতীয় টিমের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের নামও শোনা যাচ্ছিল। কিন্তু শেষমেশ ভিভিএসকেই রেখে দেওয়া হচ্ছে। ভারতীয় বোর্ড সচিব জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই ভিভিএসের সঙ্গে নতুন চুক্তি করে নেওয়া হবে।