shono
Advertisement

Breaking News

জলে ধুলেই রং উঠে যাচ্ছে ৫০০ টাকার নতুন নোটের!

এটা নতুন নোট? চেনাই তো যাচ্ছে না! The post জলে ধুলেই রং উঠে যাচ্ছে ৫০০ টাকার নতুন নোটের! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:56 PM Jan 19, 2017Updated: 05:26 PM Jan 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর দু’মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনও বাজারে নগদের জোগান স্বাভাবিক হয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের৷ এটিএম, ব্যাঙ্ক থেকেও টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে৷ ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ এবার সেই নতুন নোটকে ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠল৷ জলে ধুলেই নাকি নতুন ৫০০ টাকার নোটের রং উঠে যাচ্ছে৷ চেনাই যাচ্ছে না সেটি নতুন ৫০০ টাকার নোট বলে৷

Advertisement

এক নয়, বৃহস্পতিবার এমন একাধিক অভিযোগে সরব হল ওয়েব দুনিয়া৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একের পর এক এ ধরনের অভিযোগ আছড়ে পড়ল এদিন৷ রবি হান্দা নামে এক টুইটার ইউজার একটি বিবর্ণ নোটের ছবি পোস্ট করে দাবি করেছেন, তাঁর প্যান্টের পকেটে নতুন ৫০০ টাকার নোটটি ভুল করে রেখে দিয়েছিলেন৷ প্যান্টটি কাচার পর নোটটিকে আর চেনাই যাচ্ছে না৷ ওয়েব দুনিয়ার বাসিন্দাদের তিনি সতর্ক করে বলেছেন, নতুন নোট ওয়াশিং মেশিনের ধোয়া সহ্য করতে পারবে না৷ তাঁর এই অভিযোগকে সমর্থন করে আরও অনেকেই একই দাবি করেছেন৷

The post জলে ধুলেই রং উঠে যাচ্ছে ৫০০ টাকার নতুন নোটের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement