shono
Advertisement

Breaking News

নিউটাউন খুনে চাঞ্চল্যকর তথ্য, আগের দিন এলাকায় ঘুরে গিয়েছিল দুষ্কৃতীরা

খুনিরা পূর্বপরিচিত, দাবি পুলিশের৷ The post নিউটাউন খুনে চাঞ্চল্যকর তথ্য, আগের দিন এলাকায় ঘুরে গিয়েছিল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:43 PM Nov 19, 2018Updated: 12:43 PM Nov 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি-বিবাদে রীতিমতো পরিকল্পনা করেই খুন৷ জমি জরিপের কাজ দেওয়ার অছিলায় ঘটনার আগের দিন এলাকায় ঘুরেও গিয়েছিল আততায়ীরা৷ নিউটাউনে প্রোমোটার খুনের তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, নিহতদের পরিবারের লোক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে পুলিশ৷  প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অভিযুক্তদের ছবি আঁকার কাজ চলছে বলে জানা গিয়েছে৷  

Advertisement

[লগ্নির নামে প্রতারণা, ৩৫ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধা]

নিউটাউনের পাথরঘাটার মালোপাড়ায় সপরিবারে থাকতেন চঞ্চল বিশ্বাস৷ প্রোমোটিংয়ের ব্যবসা করতেন তিনি৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, রবিবার রাত আটটা নাগাদ দুটি বাইকে চেপে তিনজন বাড়িতে আসে। চঞ্চল একা নন, তখন বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, দুই সন্তান ও ভাইও৷ ওই তিনজনের সঙ্গে বচসা শুরু হয় প্রোমোটারের৷ আচমকাই বন্দুক বের করে খুব কাছ থেকে চঞ্চলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় একজন৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷ পুলিশ জানিয়েছে, চঞ্চল বিশ্বাসের পেট ও বুক লক্ষ্য করে প্রথমে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে মুখের ভিতর বন্দুক ঢুকিয়ে ফের গুলি চালানো হয়৷ এদিকে ঘটনার পর যখন দুষ্কৃতীদের ধরতে যান মৃতের ভাই, তখন তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়৷  গুরুতর আহত হয়েছেন তিনি৷

কিন্তু, প্রোমোটার চঞ্চল বিশ্বাসকে কে বা কারা খুন করল? খুনের কারণই বা কী? খুনিরা যে চঞ্চলের পূর্বপরিচিত, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জমি জরিপের কাজ দেওয়ার অছিলায় ঘটনার আগের দিন নিহতের বাড়ি ও আশেপাশের এলাকা ঘুরেও গিয়েছিল দুষ্কৃতীরা৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা  যে বিবরণ দিয়েছেন, সেই অনুযায়ী অভিযুক্তদের ছবি আঁকার কাজ চলছে বলে জানা গিয়েছে৷

[ ‘আমাকে, ছেলেকে পিটিয়েছে বউমা’, পুলিশে অভিযোগ বৃদ্ধার]

The post নিউটাউন খুনে চাঞ্চল্যকর তথ্য, আগের দিন এলাকায় ঘুরে গিয়েছিল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement