shono
Advertisement

প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন এই সমকামী তারকা

আগামী বছর জানুয়ারিতেই মা হবে তিনি। The post প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন এই সমকামী তারকা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:53 PM Aug 20, 2019Updated: 03:54 PM Aug 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের দুনিয়ায় যা কখনও হয়নি, এবার তেমনটাই হল। গর্ভবতী হওয়ার কারণে এবার সবেতন ছুটি পাচ্ছেন মহিলা ক্রিকেটার। বছর দুয়েক আগেই প্রেমিকা লিয়া তাহুহুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের মহিলা দলের অধিনায়ক অ্যামি স্যাটার্থওয়েট। জীবনের নয়া ইনিংস শুরু করে নজর কেড়েছিলেন সমকামী জুটি। সেই স্যাটার্থওয়েট আপাতত অন্তঃসত্ত্বা। আর তাঁকেই এবার মাতৃত্বকালীন ছুটির অনুমতি দিল কিউয়ি ক্রিকেট বোর্ড।

Advertisement

২০১৪ সালে বাগদান সেরেছিলেন দুই ক্রিকেটার। ২০১৭-য় বিয়ে হয় তাঁদের। আগামী বছর জানুয়ারিতেই মা হবেন বলে জানিয়েছেন কিউয়ি অধিনায়ক। তাই আপাতত বাইশ গজ থেকে বিরতি নিয়েছেন তিনি। ২০২১ সালে নিউজিল্যান্ডে হতে চলা মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে কামব্যাক করার ইচ্ছা রয়েছে তাঁর। অর্থাৎ আগামী বছর কোনও সিরিজেই দেখা যাবে না তাঁকে।

হোয়াইট ফার্নস সেন্ট্রাল চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারদের নাম সম্প্রতি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে অন্তঃসত্ত্বাদের ছুটিরও ব্যবস্থা করা হয়েছে। সেখানে রয়েছেন স্যাটার্থওয়েটের নামও। প্রথম ক্রিকেটার হিসেবে তিনিই মাতৃত্বকালীন ছুটির পেতে চলেছেন। অর্থাৎ বিরতিতে থাকাকালীনও সম্পূর্ণ বেতন পাবেন তিনি। ছুটির কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক বলেছেন, “লিয়া আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, যে আমি মা হতে চলেছি। নতুন বছরের শুরুতেই সংসারে নতুন অতিথি আসবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য দারুণ সময়। নতুন অধ্যায়ের জন্য যেন আর তর সইছে না।” সঙ্গে এও জানান, যখন তিনি মনে করবেন, ব্যাট হাতে ক্রিজে ফেরার সময় হয়েছে, তখনই ফিরবেন। তবে তাঁর আশা, বিশ্বকাপেই ফের ড্রেসিংরুমে পা রাখতে পারবেন। মাতৃত্বকালীন ছুটি দেওয়ায় বোর্ডকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

The post প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন এই সমকামী তারকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার