shono
Advertisement

Breaking News

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাক মুলুকে যাবে ভারত? আইসিসি মিটিংয়ে ভারতের সম্মতি চাইবে পিসিবি

আগামী সপ্তাহে দুবাইয়ে বসছে আইসিসি-র মিটিং।
Posted: 09:21 AM Mar 11, 2024Updated: 09:21 AM Mar 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। সেই টুর্নামেন্টে ভারত যাতে অংশ নেয়, সেই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহের (Jay Shah) পাকা কথা আদায় করে নিতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi)।
আগামী সপ্তাহে দুবাইয়ে বসছে আইসিসি-র মিটিং। সেখানেই জয় শাহ ও নকভির মধ্যে ইতিবাচক কথাবার্তা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। ভারতীয় দল পাক মুলুকে গিয়ে খেলার ব্যাপারে এখনও সবুজ সংকেত দেয়নি। ভারতীয় দল যদি পাকিস্তানে না যায়, সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে ভারতের ম্যাচ। এমনটাও শোনা গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: দাম্পত্যে ছেদ টেনে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি, বিষ্ণুপুরে সৌমিত্রর বিরুদ্ধে প্রার্থী সুজাতা]

চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াতে আর ঠিক একবছর বাকি। টিম ইন্ডিয়া যে পাকিস্তানে গিয়ে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি এমন নিশ্চয়তা এখনও পর্যন্ত দেয়নি। সেই কারণেই জয় শাহের সঙ্গে নকভির এই সাক্ষাত জরুরি হয়ে দেখা দিয়েছে।
পিসিবি-র তরফে নামপ্রকাশ অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, পিসিবি-র সবচেয়ে চিন্তার জায়গা হল ভারতকে নিয়ে। গতবছরের এশিয়া কাপের পুনরাবৃত্তি আর চায় না পাকিস্তান। গতবছর এশিয়া কাপে ‘হাইব্রিড মডেল’ ব্যবহার করে সমস্যা দূর করেছিল পাকিস্তান। কিন্তু তাতে খরচ হয়েছিল প্রচুর। পিসিবির এক কর্তা বলেছেন, ”এটা আইসিসি ইভেন্ট। গতবার পাকিস্তান ভারতে গিয়ে বিশ্বকাপ খেলেছে। নকভি আইসিসি ও বিসিসিআই-কে বোঝানোর চেষ্টা করবে ভারত যেন পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দল পাঠায়।”
শেষ পর্যন্ত কী হবে, তা বলবে সময়।

[আরও পড়ুন: ফের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ভারতীয় তারকা ব্যাডমিন্টন জুটি সাত্বিক-চিরাগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement