shono
Advertisement

সুপ্রিম কোর্টে খারিজ নির্ভয়ার ২ ধর্ষকের মৃত্যুদণ্ড মকুবের আরজি

মঙ্গলবার এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির ডিভিশন বেঞ্চ। The post সুপ্রিম কোর্টে খারিজ নির্ভয়ার ২ ধর্ষকের মৃত্যুদণ্ড মকুবের আরজি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:35 PM Jan 14, 2020Updated: 03:51 PM Jan 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়ার ২ ধর্ষকের মৃত্যুদণ্ড মকুবের আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি এনভি রামান্না, অরুণ মিশ্র, আরএফ নারিম্যান, আর ভানুমতী ও অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর ফলে আগামী ২২ জানুয়ারি নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝোলানোর বিষয়ে আর কোনও বাধা রইল না বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে এখনও রাষ্ট্রপতির কাছে ওই দুই ধর্ষকের প্রাণভিক্ষার আবেদন জানাতে পারে। যদিও তা খারিজ হবে বলে মনে করছেন সবাই।

Advertisement

গত সাতই জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্ভয়ার চার ধর্ষককে ২২ জানুয়ারি সকাল সাতটার সময় ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় দুই ধর্ষক বিনয় শর্মা (২৬) ও মুকেশ কুমার (৩২)। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় দেবে বলে জানায়। সেই অনুযায়ী মঙ্গলবার দুপু্রে ওই দুই সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড মকুবের আবেদন খারিজ করল তারা।

[আরও পড়ুন: ‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে কটাক্ষ অধীরের ]

 

এর আগেও সু্প্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল বিনয় ও মুকেশ। সেটাও খারিজ করে সু্প্রিম কোর্ট। অবশ্য শুধু তারাই, নয় বাকি দুজন অক্ষয় কুমার সিং ও পবন গুপ্তার আইনজীবীরাও বহুবার সাজা মকুবের আরজি জানিয়েছিলেন দেশের শীর্ষ আদালতে। কিন্তু, সেসবই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত সাত তারিখ ফাঁসির নির্দেশ দেওয়া হতেই রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিনয় ও মুকেশ। কিন্তু, তা খারিজ করে দিল পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

[আরও পড়ুন:‘জামা মসজিদ পাকিস্তানে নাকি?’ আজাদের গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে ভর্ৎসনা আদালতের ]

 

শীর্ষ আদালতের এই নির্দেশের পরে নির্ভয়ার মা বলেন, আমার কাছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, গত সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি আমি। তবে আগামী ২২ জানুয়ারি ওরা যখন ফাঁসিতে ঝুলবে সেটাই আমার কাছে সবথেকে বড় দিন হবে।

The post সুপ্রিম কোর্টে খারিজ নির্ভয়ার ২ ধর্ষকের মৃত্যুদণ্ড মকুবের আরজি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement