shono
Advertisement

Breaking News

‘বিজেপি নেতারা বোকা’, মমতার সঙ্গে সাক্ষাতের আগে গেরুয়া শিবিরকে কটাক্ষ নীতীশের

জেডিইউকে ধুলোয় মিশিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছে বিজেপি।
Posted: 02:30 PM Apr 24, 2023Updated: 02:30 PM Apr 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিজেপি (BJP) নেতারা বুদ্ধিহীন।’ গেরুয়া শিবিরের নেতাদের তীব্র কটাক্ষ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে খোঁচা দিয়ে বিহারের এক বিজেপি নেতা দাবি করেছিলেন, আগামী লোকসভা ও বিধানসভা ভোটে মাটিতে মিশে যাবেন নীতীশ কুমার ও তাঁর দল। আক্রমণের জবাব দিতে গিয়ে বিজেপি নেতাদের বুদ্ধিহীন বলে কটাক্ষ করেন নীতীশ।

Advertisement

বিহারের বিজেপি প্রধান সম্রাট চৌধুরী জেডিইউ (JDU) ও দলের প্রধান নীতীশ কুমারকে (Nitish Kumar) ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, “নীতীশ কুমার বিজেপিকে পিছন থেকে ছুরি মেরেছেন। প্রধানমন্ত্রী মুখ হওয়ার জন্য় হাত মিলিয়েছেন লালুপ্রসাদ যাদবের দল আরজেডির সঙ্গে। এর আগে বিজেপির সাহায্যে পাঁচবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমার। তারপরেও এবার বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হল।” এরপরই বিহারের বিজেপি প্রধানের চ্যালেঞ্জ, “এবার মাটিতে মিশে যাবেন নীতীশ কুমার। আগামী বিধানসভা ও ২০২৪ সালের লোকসভায় জেডিইউকে মাটি ধরাবে বিজেপি।”

[আরও পড়ুন: লেনিন জন্মবার্ষিকীতে জন্মদিন পালন শতরূপের, নিন্দার ঝড়, দলেও উঠছে প্রশ্ন]

 

এই কটাক্ষের জবাব দিতে গিয়ে নীতীশ কুমার বিজেপি (BJP) নেতাদের ‘বুদ্ধিহীন’ বলে দাবি করেছেন। তাঁর কটাক্ষ, “বিজেপি নেতারা বোকা। ওঁকে বলুন যা বলেছে করে দেখাতে। আমার গোটা রাজনৈতিক জীবনে এ ধরনের শব্দ ব্য়বহার করিনি। কোনও রাজনীতিবিদ এধরনের কথা বলে না। আমি অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করেছি। ওঁকে আমি এখনও সম্মান করি।”

প্রসঙ্গত, বিহারের ভোটে বিজেপি-জেডিইউ জোট জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমার। কিন্তু দু’পক্ষের মতপার্থক্যর জেরে বিজেপির সঙ্গ ছাড়েন। আরজেডি ও কংগ্রেসের সাহায্যে মহাজোট তৈরি করে সরকার বাঁচিয়ে নেন তিনি। মুখ্যমন্ত্রীর কুরসিও নিজের দখলে রাখেন। বর্তমানে নীতীশ কুমার বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য তৈরির চেষ্টা নেমেছেন। এমন পরিস্থিতিতে প্রাক্তন জোটসঙ্গী বিজেপির নেতাদের ‘বোকা’ বলে কটাক্ষ করলেন তিনি।

[আরও পড়ুন: সিঙ্গুরে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার! প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement