shono
Advertisement

Breaking News

বিজেপির সমর্থনে বিহারের গদিতে ফের নীতীশ, ডেপুটি সুশীল মোদি

চার বছর পর নীতীশের 'ঘর ওয়াপসি', বিহারে ফের এনডিএ রাজ। The post বিজেপির সমর্থনে বিহারের গদিতে ফের নীতীশ, ডেপুটি সুশীল মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 AM Jul 27, 2017Updated: 04:30 AM Jul 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ বছর পর বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুশীল মোদি। মহাজোট সরকারের বিসর্জন হয়েছে। কিন্তু গদি বড় বালাই। তাই একদা শত্রু বিজেপির বরাভয়ে এবার সরকার গড়লেন নীতীশ। গতকালই বিজেপি নীতীশের পাশে দাঁড়িয়ে সমর্থন জানানোর কথা ঘোষণা করে। তাতে কিছুটা অক্সিজেন পান তিনি। এরপর বৃহস্পতিবার ‘ঘর ওয়াপসি’ হল নীতীশের।

Advertisement

[খুনের মামলা তুলে ধরে নীতীশকে পালটা আক্রমণ লালুর]

বুধবার রাতে নীতীশের ইস্তফা পর্ব চরম পর্যায়ে পৌঁছয় যখন অন্যতম শরিক আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেন। অভিযোগ তোলেন, ৮ বছর আগের খুনের মামলা থেকে রেহাই পেতেই নাকি ইস্তফা দিয়েছেন নীতীশ। লালু-নীতীশের দাম্পত্য কলহের সুযোগ নিয়ে সরকার গঠনের টোপ দেয় বিজেপি। ফের এনডিএ জোট সরকার গঠনের ইঙ্গিত দেয় গেরুয়া শিবির। সেই প্রস্তাবে সায় দেন নীতীশ। কয়েক ঘন্টার মধ্যে রাতারাতি বদলে যায় রাজনীতির ময়দান। ছেলে তেজস্বীর জন্য নাছোড় লালুকে শিক্ষা দিতে শেষপর্যন্ত এনডিএ-র হাত ধরতে দুবার ভাবেননি নীতীশ। রাতেই বিজেপির সঙ্গে একদফা বৈঠকের পর তড়িঘড়ি বিহারে বিজেপির শীর্ষ নেতা সুশীল মোদিকে সঙ্গে নিয়ে রাজভবনে ছোটেন নীতীশ। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে সরকার গঠনের আবেদন জানান। তাতে সিলমোহর দেন রাজ্যপাল। বৃহস্পতিবার পাটনার মসনদে বসবেন নীতীশ এবং তাঁর ডেপুটি হবেন সুশীল মোদি। বিজেপি নীতীশকে ১৪ জন বিধায়কের তালিকা দিয়েছে। তাঁরাও এদিন শপথবাক্য পাঠ করবেন। তবে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

[তেজস্বীর ইস্তফা নিয়ে মতবিরোধ, বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন নীতীশ]

প্রায় চারবছর আগের ভাঙা সম্পর্ক জোড়া লাগছে পাটনায়। বিজেপি-জেডি(ইউ) জুটি ফের বিহারের ক্ষমতায়। সেই ২০১৩ সালে জুলাই মাসে এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ। তার কারণও ছিলেন নরেন্দ্র মোদি। ২০১৪ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপি মোদির নাম ঘোষণা করতেই গোঁসা করে জোট ছাড়েন নীতীশ। তারপর চিরশত্রু লালুর হাত ধরেন। কিন্তু রাজনীতিতে কোনও কিছুই চিরস্থায়ী নয় তা ফের একবার প্রমাণ করলেন নীতীশ। লালুর সঙ্গে জোট ভেঙে এনডিএ-র ঘরে গেলেন জেডি (ইউ) সুপ্রিমো। নীতীশের ‘ঘর ওয়াপসি’-তে সিঁদুরে মেঘ দেখছেন লালু-রাহুল-কেজরিরা।

The post বিজেপির সমর্থনে বিহারের গদিতে ফের নীতীশ, ডেপুটি সুশীল মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার