সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির জাহাঙ্গীরপুরীর সাম্প্রদায়িক হানাহানির (Delhi Communal Clash) পরিপ্রেক্ষিতে দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে নানা মহল থেকে উদ্বেগ জানানো হচ্ছে। সেই প্রেক্ষাপটে ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসা চলতে দেখে উল্লাস প্রকাশ করা হচ্ছে, এটা দেখা যন্ত্রণাদায়ক। এমনই অভিমত জানিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন পদ্মলক্ষ্মী (Padma Lakshmi)। একগুচ্ছ ট্যুইটে ৫১ বছর বয়সি ভারতীয় আমেরিকান সুপার মডেল বলেছেন, ভারত বা দুনিয়ার কোথাওই হিন্দুধর্মের সামনে কোনও বিপদ নেই। এই প্রাচীন, সুবিশাল ভূখণ্ডে সব ধর্মমতের মানুষের শান্তিতে বসবাস করার অধিকার থাকা উচিত বলে মনে করেন পদ্মলক্ষ্মী।
দি গার্ডিয়ান, লস অ্যাঞ্জেলেস-এর মতো আন্তর্জাতিক সংবাদপত্রে চলতি মাসে জাহাঙ্গীরপুরী ও মধ্যপ্রদেশের খরগাঁওয়ে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বেরনো প্রতিবেদন ট্যাগ করে তিনি বলেছেন, দেশে ‘ব্যাপক মুসলিম-বিদ্বেষী’ হুঙ্কার শোনা যাচ্ছে, তবে হিন্দুরা এই ‘ভীতি ছড়ানো’ ও ‘প্রোপাগান্ডা’র শিকার হবেন না বলে আশা করছি। ঘৃণা, বিদ্বেষের কোনও স্থান নেই প্রকৃত আধ্যাত্মিকতায়, লিখেছেন তিনি।
[আরও পড়ুন: ‘আমি এখনও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি’, হঠাৎ কেন এমন বললেন মায়াবতী?]
গত ১৬ এপ্রিল জাহাঙ্গীরপুরীর হিংসায় ৮ জন পুলিশকর্মী, স্থানীয় এক বাসিন্দা জখম হন। তার সপ্তাহখানেক বাদে এলাকার হিন্দু, মুসলিম বাসিন্দারা জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা বের করে শান্তি, সম্প্রীতির বার্তা দেন। বোঝাতে চান, জাতি-ধর্ম নির্বিশেষে দেশটা সবার।
নিউইয়র্কের ‘টপ শেফ’ তারকা সব ধর্ম, বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সওয়াল করে ট্যুইট করেন, ভারতে মুসলিম বিরোধী হিংসায় উল্লাস প্রকাশ করা হচ্ছে দেখে খারাপ লাগে। এই মুসলিম-বিদ্বেষ আতঙ্ক ছড়ায়, মানুষের মনে বিষ ঢালে। এই প্রোপাগান্ডা বিপজ্জনক, ভয়ঙ্কর। কাউকে তুচ্ছ, দুর্বল জ্ঞান করলে তার ওপর অত্যাচার চালানো সহজ। তবে সহ নাগরিক হিন্দুরা যেন এই আতঙ্ক, ভীতির শিকার না হন। ভারত কেন, কোনও জায়গাতেই হিন্দুধর্ম বিপন্ন নয়। প্রকৃত আধ্যাত্মিকতায় কোনও ধরনেরই ঘৃণা ছড়ানোর জায়গা নেই। এ দেশে সব মতের মানুষের একসঙ্গে শান্তিতে থাকার অধিকার থাকা দরকার।