shono
Advertisement

Breaking News

বাকি তিনটি টেস্টে কি দলে ফিরবেন কোহলি? কী বলছে বোর্ড?

প্রথম দুটো টেস্ট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি।
Posted: 05:15 PM Jan 30, 2024Updated: 05:51 PM Jan 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দুটো টেস্টে নেই বিরাট কোহলি (Virat Kohli)। বাকি তিনটি টেস্ট ম্যাচে কি দেখা যাবে ভারতের তারকা ক্রিকেটারকে? দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। চোটের জন্য দ্বিতীয় টেস্টে (IND vs Eng) নেই লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা।
তাঁদের পরিবর্ত হিসেবে সরফরাজ খান ও সৌরভ কুমারের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু বিরাট কোহলি? তাঁর খবর কী? বাকি তিনটি টেস্টে তাঁর কি প্রত্যাবর্তন ঘটবে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভিতরেই কোহলিকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বোর্ড সূত্রের খবর, কোহলি বাকি তিনটি টেস্টে খেলবেন কিনা সেই ব্যাপারে বিসিসিআই-এর কাছে কোনও তথ্য নেই।

Advertisement

[আরও পড়ুন: একদা সতীর্থ বিরাট এখন ‘শত্রু’! কী বলছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার নতুন নাইট স্টার্ক?]

এদিকে কোহলিকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, মায়ের অসুস্থতার জন্য গোটা টেস্ট সিরিজটাই খেলবেন না কোহলি। কিন্তু সরকারি ভাবে কোহলি এবিষয়ে কোনও মন্তব্য করেননি। বোর্ডও জানে না। তারাও কিছু জানায়নি। টেস্ট সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম টেস্টে হেরে গিয়েছে রোহিত-ব্রিগেড। দ্বিতীয় টেস্টে কি ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারবে?
এদিকে ভারত প্রথম টেস্ট ম্যাচটা হেরে যাওয়ায় সমালোচনা শুরু হয়েছে। বয়কটের মতো প্রাক্তন তারকা রোহিত শর্মাকে কটাক্ষ করতে ছাড়েননি। দ্বিতীয় টেস্টের দল জানিয়ে দেওয়া হলেও বাকি তিনটি টেস্টের দলঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই ঘোষণা করা হবে। কোহলি দলে ফেরেন কিনা সেটাই দেখার। 

[আরও পড়ুন: ছোটবেলার বন্ধুর সব অভিযোগ ভিত্তিহীন, মানহানি মামলায় দিল্লি হাইকোর্টে আবেদন ধোনির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement