shono
Advertisement

পারিবারিক কাজে আর গাড়ি পাবেন না পুলিশ কর্তারা

যে ক’টি গাড়ি ব্যবহৃত হচ্ছে, তাও তুলে নেওয়া হবে৷ The post পারিবারিক কাজে আর গাড়ি পাবেন না পুলিশ কর্তারা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Jul 29, 2016Updated: 12:15 PM Jul 29, 2016

রাহুল চক্রবর্তী: এবার কোপ পড়তে চলেছে পুলিশ অফিসারদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়া গাড়িতে৷ সংশ্লিষ্ট ওই অফিসাররা কাজের প্রয়োজনেই শুধু গাড়ি পাবেন৷ তাঁর পরিবারের কারও জন্য কোনও গাড়ি অনুমোদন দেওয়া হবে না৷ যে ক’টি গাড়ি ব্যবহৃত হচ্ছে, তাও তুলে নেওয়া হবে৷ বারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে৷
বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা থানাগুলিকে আরও সুন্দর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আর তাতেই নজরে এসেছে থানায় ব্যবহৃত হওয়া পুলিশের গাড়িগুলি৷ পদস্থ পুলিশকর্তারা দেখেছেন, বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা সাইবার ক্রাইম ও মহিলা থানা বাদে বাকি ১৩টি থানার মধ্যে প্রায় অধিকাংশ থানাতেই যে গাড়িগুলি ব্যবহৃত হচ্ছে, তা বেশ পুরনো৷ ১৯৬৩ সালের এমন গাড়িও আছে৷ আবার ১৯৭০-৮০ সালের গাড়িও আছে প্রচুর৷ সব মিলিয়ে সংখ্যাটা দুশোর উপরে৷ আর দিনরাত টহল ও অপরাধীদের ধরতে যেভাবে ব্যবহৃত হয়েছে, তাতে পুলিশের গাড়িগুলির শারীরিক অবস্থা ভেঙে পড়েছে৷ কিছু গাড়ির অবস্থা এতটাই খারাপ যে, বাইরে বের করাই যাচ্ছে না৷
ইতিমধ্যে পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরি বিভাগীয় সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একাধিক পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, থানায় থাকা গাড়িগুলির পরিবর্তন করা হবে৷ কিছু নতুন গাড়ি আনা হয়েছে৷ আর কিছু গাড়ি অন্যভাবে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে৷ বারাকপুর পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরি বলেন, “নন-অপারেশনাল ইউনিটের গাড়িগুলি থানায় দেওয়া হবে৷ যাতে থানায় থাকা পুলিশ আধিকারিকদের কাজ করতে সুবিধা হয়৷”
কমিশনারেটের আধিকারিকদের কাছ থেকে জানা গিয়েছে, যে গাড়িগুলি বিভিন্ন পুলিশ অফিসাররা পরিবারের বিভিন্ন কাজে ব্যবহার করতেন, সেই গাড়িগুলি তুলে নেওয়া হবে৷ তারপর ওই গাড়িগুলিকে দেওয়া হবে থানায়৷ পুলিশ অফিসাররা লক্ষ্য করেছেন, দমদম, খড়দহ-সহ একাধিক থানায় গাড়ি বেশ পুরানো৷ এছাড়াও কিছু নতুন অত্যাধুনিক পরিষেবাযুক্ত গাড়ি আনা হয়েছে৷ গাড়িগুলিতে থাকছে জিপিআরএস পরিষেবাযুক্ত একাধিক ব্যবস্থা৷ সব থানায় কমপক্ষে পাঁচটি করে নতুন গাড়ি দেওয়া হবে৷ গাড়িগুলি কোথায় কীভাবে ‘মুভ’ করছে, তা কন্ট্রোল রুম থেকে অপারেট করা যাবে৷

Advertisement

The post পারিবারিক কাজে আর গাড়ি পাবেন না পুলিশ কর্তারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement