গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে বিরাট স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডির দায়ের করা ECIR-এর ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না অভিষেকের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যদিও ECIR খারিজের আবেদনে এখনই সাড়া দিল না হাই কোর্ট।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ECIR খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার রায়দান করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে যে যে অভিযোগ ইডি করছে, তার প্রেক্ষিতে কোনও প্রমাণ তারা দেখাতে পারেনি।
[আরও পড়ুন: আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলবে, জানিয়ে দিলেন অভিষেক]
তবে একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে অভিষেকের বিরুদ্ধে আনা ECIR-ও খারিজ করা যাবে না। ওই ইসিআইআরের প্রেক্ষিতে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই তদন্ত চলতেই পারে। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, ওই ইসিআরের ভিত্তিতে কোনওভাবেই অভিষেকের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ করা যাবে না। যা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্য বড়সড় স্বস্তির খবর।
[আরও পড়ুন: গোপন নজরদারি করেই ভারতের বিরুদ্ধে জঙ্গি খুনের অভিযোগ কানাডার! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট]
প্রসঙ্গত, বৃহস্পতিবারই লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় সম্পত্তির নথি তলব ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক জানান, ২০২০ সাল থেকেই তাঁর সম্পত্তির সব হিসাব ইডির কাছে জমা দেওয়া আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, “আমি ইডি-সিবিআইকে (CBI) আর গুরুত্ব দিই না।”