shono
Advertisement

নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন৷ দেশের আর্থিক বৃদ্ধি এতে থমকে যাবে বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন৷ এবার সরাসরি প্রধানমন্ত্রীকেই এই সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ ভারতের মতো দেশে কেন নোট বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক? অমর্ত্য মনে করেন এরকম সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের নেওয়াই নয়৷ বরং প্রধানমন্ত্রীই এই […] The post নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Jan 11, 2017Updated: 09:50 AM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন৷ দেশের আর্থিক বৃদ্ধি এতে থমকে যাবে বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন৷ এবার সরাসরি প্রধানমন্ত্রীকেই এই সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷

Advertisement

ভারতের মতো দেশে কেন নোট বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক? অমর্ত্য মনে করেন এরকম সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের নেওয়াই নয়৷ বরং প্রধানমন্ত্রীই এই সিদ্ধান্ত নিয়েছেন৷ অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রকে সবুজ সংকেত দিয়েছে৷ তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বের তাবড় এই অর্থনীতিবিদ৷ মনমোহন সিং বা অন্য কেউ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকলে এ সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন বলেও মত তাঁর৷ মনমোহন সিং নিজেও এই আর্থিক বৃদ্ধি থমকে যাওয়ার কথা বলেছেন৷ একই আশঙ্কা প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও৷ যিনি নিজে এককালে অর্থমন্ত্রীও ছিলেন৷ অর্থাৎ নোট বাতিলে দেশের আর্থিক বৃদ্ধি যে ধাক্কা খাবে এ নিয়ে কোনও দ্বিমত নেই৷ কিন্তু অমর্ত্যর ভাবনা আরও সুদূরপ্রসারী৷ তাঁর মতে শুধু জিডিপি-র বিচারে এই ক্ষতি মাপা যাবে না৷ যত মানুষের প্রাণহানি হল, যেভাবে চাষ মার খেল, মহিলাদের কাজ পাওয়ার ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হল তা দেশের অর্থনীতিকে আরও পিছনে ফেলে দেবে৷ বস্তুত যে কালো টাকা রোখার কথা বলে নোট বাতিলের সিদ্ধান্ত বাজিমাত করেছিল, তাকে এদিন পাত্তাই দিলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ তাঁর মতে, নকল টাকা কখনওই বড় সমস্যা ছিল না ভারতের কাছে৷ দেশের অর্থনীতি যখন ভাঙনের মুখে তখন কালো টাকাকে ঢাল করার ঘোরতর বিরোধী তিনি৷ এমনকী নোট বাতিলের এই সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি৷ ৬ শতাংশ কালো টাকার জন্য ৮৬ শতাংশ নোট বাতিলকে তিনি কোনওভাবেই সমর্থন করেননি৷

তাহলে মানুষ কেন নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করছেন? অমর্ত্যর যুক্তি, মানুষ সম্ভবত ভাবছেন দেশের কালো টাকা এতে দূর হবে৷ গরিবের মঙ্গল হবে আর ধনীরা বিপাকে পড়বে- এই ধারণা থেকেই বেনিফিট অফ ডাউটে সুবিধা পাবেন প্রধানমন্ত্রী৷ সাফ কথা অমর্ত্যর৷

আরও পড়ুন- 

খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার

ইমাম বরকতিকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটদুনিয়া

 

 

The post নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement