সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিও ছিলেন একজন গুজরাতবাসী৷ যিনি নিজের এক ঘোষণায় উল্টেপাল্টে দিয়েছিলেন গোটা দেশের রোজনামচা৷ স্বাধীন ভারতের প্রথম অকংগ্রেসি সরকারের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই৷
সালটা ছিল ১৯৭৮৷ ‘জরুরি অবস্থা’ জ্বালা কাটিয়ে সবে ছন্দে ফিরছিল গোটা দেশ৷ সেই সময়ই কংগ্রেস সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে জনতা দল৷ প্রধানমন্ত্রী পদে আসীন হন মোরারজ দেশাই৷ বিরোধী দলের তকমা পেয়ে সেবারও কালো টাকা নিয়ে অভিযোগ তুলেছিল কংগ্রেস৷ তারই জবাবি পদক্ষেপ হিসেবে দেশের ১৬ জানুয়ারি ১০০০ টাকার নোট, ৫০০০ হাজার টাকার নোট এবং ১০,০০০ টাকার নোট বাতিলের নির্দেশ দেন দেশাই৷ ১৭ জানুয়ারি দেশের সব ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছিল৷
সেদিনের সেই পদক্ষেপ যে সম্পূর্ণ সফল হয়েছিল তা নয়৷ ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোরারজি দেশাইকে৷ আজ যেমন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়েছেন, তৎকালীন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর আই জি প্যাটেল তা করেননি৷ পরে ১৯৯৮ সালে ফের এনডিএ সরকার ১০০০ টাকার নোট চালু করে৷ আজ এত বছর পর আবার টাকা নিয়ে টালমাটাল গোটা দেশ৷ এবারে পরিণতি কী হবে৷ তা ভবিষ্যতই বলবে৷
The post জানেন, মোদির আগে কোন প্রধানমন্ত্রী নোট বাতিল করেছিলেন? appeared first on Sangbad Pratidin.