সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ দিনে টেটের (TET) বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। ২০২১-এর ৩১ জানুয়ারি বেলা ১ টায় শুরু হবে পরীক্ষা। শেষ হবে সাড়ে তিনটেয়। অর্থাৎ আড়াই ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা।
জানা গিয়েছে, শূন্যপদ ১৬, ৫০০। পরীক্ষা দেবেন আড়াই লক্ষেরও বেশি। টেট উত্তীর্ণদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে আগামী জানুয়ারি মাসের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে বিগত বেশ কিছুদিন ধরে সমস্ত পরীক্ষা অনলাইনে হলেও, ৩১ জানুয়ারি টেট হবে অফলাইনে। অর্থাৎ পূর্বের মতোই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। সূত্রের খবর, পরীক্ষার্থীদের স্বার্থে সচেতনতামূলক সমস্তরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙন, বিজেপিতে নাম লেখালেন ছাত্রনেতা সুজিত শ্যাম]
উল্লেখ্য, সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন টেটের দিনক্ষঁণ। তিনিই জানিয়েছিলেন এদফায় ১৬৫০০ পদে নিয়োগ হবে। ১০-১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। তারপর যত দ্রুত সম্ভব নিয়োগ হবে। ৩১ জানুয়ারি আড়াই লক্ষ আবেদনকারী অফলাইনে পরীক্ষা দেবেন বলেও সেদিনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।