shono
Advertisement

ভোটমুখী তেলেঙ্গানায় ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস, কেসিআরের ঘর ভেঙে ‘হাত’ ধরছেন ৩৫ শীর্ষ নেতা!

কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রবীণ নেতা থেকে প্রাক্তন মন্ত্রী!
Posted: 06:53 PM Jun 26, 2023Updated: 07:05 PM Jun 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক দক্ষিণের রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে ঘুঁটি সাজানো শুরু করল কংগ্রেস। ভোটমুখী তেলেঙ্গানায় শাসক দল বিআরএসের ৩৫ নেতা যোগ দিতে চলেছেন রাহুল গান্ধীর দলে। ঘরছাড়াদের ওই দলে রয়েছেন প্রাক্তন মন্ত্রীও। ইতিমধ্যে বৃহত্তম বিরোধী দলের দুই নেতা রাহুল এবং মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেছেন ওই নেতারা। ঘটনায় তুমুল অস্বস্তিতে বিআরএস প্রধান তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Advertisement

কিছুদিন আগেই কর্ণাটকে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। চলতি বছরের শেষে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে কেসিআরের দলের ৩৫ শীর্ষ নেতার কংগ্রেসে যোগ দেওয়া পাকা বলে জানা গিয়েছে। প্রবীণ নেতা পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি এবং প্রাক্তন মন্ত্রী জুপাল্লি কৃষ্ণা রাও। উভয়েই সম্প্রতি দেখা করেছেন রাহুল এবং খাড়গের সঙ্গে। সূত্রের খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সদলবলে কংগ্রেসে যোগ দেবেন শ্রীনিবাস রেড্ডি এবং কৃষ্ণা রাও।

[আরও পড়ুন: ‘আপনার আমলে ক’টা মুসলিম দেশে হামলা হয়েছে?’ ওবামাকে খোঁচা দিয়ে প্রশ্ন রাজনাথের]

জুলাইতে ৩৫ বিআরএস নেতার কংগ্রেসে যোগ দেওয়ার কথা পাকা হলেও, রাজ্যের কংগ্রেস নেতাদের দাবি করেছেন, ভবিষ্যতে আরও চমক অপেক্ষা করছে। বহু বিআরএস নেতা, এমনকী বিজেপি নেতা পা বাড়িয়ে আছে। বিধানসভা ভোটের আগেই কংগ্রেস যোগ দেবেন তাঁরা। কর্ণাটকের মতো পড়শি রাজ্য তেলেঙ্গানাতেও ক্ষমতা দখলে বদ্ধপরিকর রাহুল গান্ধীর দল।

[আরও পড়ুন: ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচলে মৃত ৬, মান্ডি-কুলু জাতীয় সড়কে ধস, পাহাড়ে আটকে বহু পর্যটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement