সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মোদিভক্ত। গেরুয়া শিবিরের কাছের মানুষ। বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলসে’র অন্যতম অভিনেতা অনুপম খের (Anupam Kher)। অপরপক্ষে ‘গ্যাংস অফ ওয়াসেপুরের’ পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) মোদি সরকারের অন্যতম কড়া সমালোচক। রাজনৈতিক মতাদর্শে অনুপমের একশো আশি ডিগ্রি বিপরীত পৃথিবীর নাগরিক অনুরাগ। তথাপি অনুরাগের প্রতি অনুরাগ প্রকাশ করলেন অনুপম। তরুণ পরিচালকের প্রশংসা করলেন। এমনকী জানালেন, রাজনৈতিক মতামত একপাশে রেখে অনুরাগের সঙ্গে কাজ করতে চান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন হিন্দি ছবির প্রবীণ অভিনেতা।
মাঝে অনুরাগ জানিয়েছিলেন, অনুপমের সঙ্গে মাঝে দেখা হয়েছিল তাঁর। তাঁরা এক চিকিৎসকের কাছে যান। অনুরাগ আরও জানান, অনুপম তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী। ইউটিউব চ্যানেল লালনটপের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অনুপম জানান, কাজ চাওয়ার মধ্যে লজ্জার কিছু দেখেন না তিনি। পাশাপাশি অনুরাগের ছবির প্রশংসা করেন। অনুরাগের মন্তব্য টেনে লালনটপের প্রশ্নের উত্তরে অনুপম বলেন, “ঠিক কথা। আমরা এক চিকিৎসককে দেখাই। কারও কাছে কাজ চাওয়াকে লজ্জার মনে করি না। এতে কেউ ছোট হন না।”
[আরও পড়ুন: উদ্ধব সরকারের পুনর্বহাল সম্ভব নয়, রাজ্যপালকে তোপ দেগেও শিণ্ডেদের পক্ষে রায় সুপ্রিম কোর্টের]
অনুপম এরপর দরাজ সার্টিফিকেট দেন ‘ব্ল্যাক ফ্রাইডে’র পরিচালককে। বলেন, “আমি ওঁর সঙ্গে কাজ করতে
আগ্রহী। বেশ কিছু ভাল ছবি তৈরি করেছেন অনুরাগ। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ভাল ছবি, একই কথা ‘ব্ল্যাক ফ্রাইডে’র ক্ষেত্রে প্রযোজ্য। খুব ভাল পরিচালক। কাজের ক্ষেত্রে মতবাদ বাধা হবে না।” নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অনুপম আরও বলেন, “আপনি যখন চিকিৎসকের কাছে যান, তিনি কি আপনার রাজনৈতিক মতের কথা জেনে চিকিৎসা করেন? প্রত্যেকের নিজস্ব মত থাকতেই পারে।”
[আরও পড়ুন: ‘গণতন্ত্রে প্রশাসনিক ক্ষমতা নির্বাচিত সরকারের হাতেই’, সুপ্রিম রায়ে হাসি ফুটল কেজরির মুখে]
যদিও আগে একাধিকবার অনুরাগের বিরোধিতা করেছেন অনুপম। গত বছর অনুরাগ বলেছিলেন, বলিউডের ছবি চলছে না। কেন চলছে না তা খতিয়ে দেখা উচিত। যার পর অনুপম কটাক্ষ করেছিলেন, ওঁর মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কারণ ‘ও কী ভাবল সেটা গুরুত্বপূর্ণ নয়।” সেই অনুরাগের প্রতি অনুপমের দরাজ সার্টিফিকেটে জল্পনা তৈরি হয়েছে।