shono
Advertisement

আরও সহজে ক্যাশলেস লেনদেন, ভীমের পর এল ‘Bharat QR’

ক্রমশ ক্যাশলেস অর্থনীতি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ভারত৷ The post আরও সহজে ক্যাশলেস লেনদেন, ভীমের পর এল ‘Bharat QR’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:05 PM Feb 21, 2017Updated: 10:20 AM Feb 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ ক্যাশলেস অর্থনীতি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ভারত৷ বৃদ্ধির হারে বিশ্বের দ্রুততম অর্থনীতিকে নগদহীন লেনদেনের পথে নিয়ে যাওয়ার জন্য আরও এক চমক নিয়ে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার৷ ডিজিটাল লেনদেনের জন্য ভিম অ্যাপের পর এবার এল ‘ভারত কিউ আর’৷ সম্প্রতি, এই অ্যাপটি লঞ্চ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পরেশন অফ ইন্ডিয়া৷

Advertisement

এসে গেল ডিজিটাল লেনদেনের নয়া অ্যাপ ‘ভীম’

মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে অন্যান্য মোবাইল ওয়ালেটগুলির মতো কুইক রেসপন্স কোডের মাধ্যমে লেনদেন করা যাবে৷ তবে এই অ্যাপটির  বিশেষত্ব হচ্ছে যে এর মাধ্যমে যেকোনও সংস্থার কার্ডধারীরা (ভিসা, মাস্টার ও রুপে কার্ড) খুব সহজেই নগদহীন লেনদেন করতে পারবেন৷ সোমবার থেকেই ১৪টি ব্যাঙ্কের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে এই অ্যাপটি৷ খুব শীঘ্রই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এই অ্যাপটির সঙ্গে যুক্ত হতে চলেছে৷

এই যুবকের ভাবনাতেই জন্ম নিয়েছে ‘ভীম’ অ্যাপ

The post আরও সহজে ক্যাশলেস লেনদেন, ভীমের পর এল ‘Bharat QR’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement