সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সংসদে দাঁড়িয়ে ‘ফ্লাইং কিস ছুঁড়ে’ গেরুয়া শিবিরের অসন্তোষের কারণ রাহুল গান্ধী (Rahul Gandhi)! কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতী ইরানি (Smriti Irani), রবিশংকর প্রসাদের (Ravi Shankar Prasad) অভিযোগ, সংসদে দাঁড়িয়ে ফ্লাইং কিস ছুঁড়ে মহিলা সাংসদদের অসম্মান করেছেন কংগ্রেস নেতা। স্মৃতির দাবি, বুধবার রাহুল যা করেছেন, সংসদের একজন পুরুষ সদস্য এমন আচরণ আগে কখনও করেননি।
মণিপুর ইস্যুতে সংসদে অনাস্থা এনেছে বিরোধীরা। বুধবার এই বিষয়ে লোকসভায় ছিল বিতর্ক। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ‘অহংকারী রাবণ’ বলে কটাক্ষ করেন। রাহুল বলেন, ”লঙ্কায় আগুন হনুমান লাগায়নি। রাবণের অহংকারই সেই আগুন লাগিয়েছিল।” তিনি তোপ দেগে বলেন, ”গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন মোদি।” রাহুলের পরে বলতে উঠে স্মৃতি অভিযোগ করেন, মহিলা সাংসদদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছোড়েন কংগ্রেস নেতা। কেন্দ্রীয় মন্ত্রী রাহুলকে ‘নারী বিদ্বেষী’ বলেও অভিযোগ করেন।
[আরও পড়ুন: ‘কংগ্রেসের পরিবারতন্ত্রই পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি’, হাত শিবিরকে খোঁচা মোদির]
ইতিমধ্যে স্মৃতির নেতৃত্বে বিজেপির মহিলা সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে রাহুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু কখন উড়ন্ত চুম্বন ছুড়লেন রাহুল? এমন দৃশ্য তো সরাসরি সম্প্রচারে ধরা পড়েননি। জানা গিয়েছে, সভাকক্ষ থেকে বেরোনোর সময় রাহুলের হাতে থাকা নথপত্র পড়ে গিয়েছিল। যা দেখে গেরুয়া শিবিরের অনেকে হাসতে শুরু করেন। তখনই নথি কুড়াতে কুড়াতে নাকি ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে উড়ন্ত চুম্বন ছোড়ার ভঙ্গি করেন রাহুল। যেখানে ছিলেন বেশ কিছু মহিলা সংসদ।
[আরও পড়ুন: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ব্যাপক ধস, ফের দুর্যোগের জেরে বন্ধ অমরনাথ যাত্রা!]
এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্মৃতি অভিযোগ করেন, “আজকে রাহুল গান্ধী যা করেছেন, সংসদের একজন পুরুষ সদস্য এমন আচরণ আগে কখনও করেননি। এটা হাউস অফ দ্য পিপল, এখানে নারীর মর্যাদা রক্ষায় আইন প্রণয়ণ হয়, সেখানে অধিবেশন চলাকালীন একজন পুরুষের নারী বিদ্বেষী আচরণ করলেন। আমার প্রশ্ন, এই ক্ষেত্রে কী শাস্তি দিতে উচিত?”
এই বিষয়ে কংগ্রেসের বক্তব্য, এমন কোনও আচরণ করেননি কংগ্রেস নেতা। তিনি নিজের বক্তব্যে সংসদ সদস্যদের ভাই-বোন বলে সম্বোধন করেন।