নব্যেন্দু হাজরা: করোনার দ্বিতীয় ঢেউ সামলে ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা। আগের তুলনায় গণপরিবহনেও বাড়ছে ভিড়। যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাই সোমবার থেকে আরও বেশি পরিমাণ মেট্রো (Metro Service) চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বাড়ল মেট্রো পরিষেবার শুরুর সময়ও।
শনিবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৬ জুলাই থেকে ১২টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। সোমবার থেকে সকাল ৮টার পরিবর্তে সকালে সাড়ে ৭টা থেকে চালু হবে পরিষেবা। তবে শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিতই রইল আপাতত। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো মিলবে রাত ৮টাতেই। আপ ও ডাউন মিলিয়ে ২০৮ থেকে বাড়িয়ে সোম থেকে শুক্রবার ২২০টি মেট্রো চালানো হবে। তবে এর মধ্যে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং উলটো পথে চলবে মোট ১৫০টি মেট্রো। সকাল ও সন্ধের দিকে অফিসের কর্মব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা।
[আরও পড়ুন: আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা! কাঁকুড়গাছিতে BJP কর্মী খুনে গ্রেপ্তার আরও ২]
একনজরে দেখে নেওয়া যাক প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি:
প্রথম মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – সকাল ৭.৩০
দমদম থেকে দক্ষিণেশ্বর- সকাল ৭.৩০
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সকাল ৭.৩০
দমদম থেকে কবি সুভাষ- সকাল ৭.৩০
শেষ মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- সন্ধে ১৯.৪৮
দমদম থেকে কবি সুভাষ- সন্ধে ৮
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সন্ধে ৮
শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১.৩০ এবং ৩.৩০ থেকে ৭.৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে মোট ১০৪টি। এক্ষেত্রে অবশ্য শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই পরিষেবা পাবেন। রবিবার অবশ্য আপাতত বন্ধই রাখা হচ্ছে মেট্রো। তবে এখনই টোকেন পরিষেবা চালু করা হচ্ছে না। অর্থাৎ কার্ড ব্যবহার করেই মেট্রোয় চড়তে হবে।