shono
Advertisement

Breaking News

১৩ বার যৌন সম্পর্কের চেষ্টা বিশপের, বিস্ফোরক অভিযোগ কেরলের সন্ন্যাসিনীর

মিথ্যা অভিযোগ! পালটা মামলা দায়ের বিশপের৷ The post ১৩ বার যৌন সম্পর্কের চেষ্টা বিশপের, বিস্ফোরক অভিযোগ কেরলের সন্ন্যাসিনীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:56 AM Jun 30, 2018Updated: 12:26 PM Jun 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাথলিক চার্চের বিশপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করলেন চার্চের এক সন্ন্যাসিনী৷ ঘটনাস্থল কেরলের কোট্টায়াম এলাকা৷ ইতিমধ্যেই, স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সন্ন্যাসিনী৷ পাশাপাশি, ওই সন্ন্যাসিনীর বিরুদ্ধেও মিথ্যা অভিযোগের মামলা দায়ের করে পালটা আইনি পদক্ষেপ নিয়েছেন অভিযুক্ত বিশপ৷

Advertisement

[১০ ফুট বরফে মোড়া শেষনাগ, টানা বৃষ্টিতে ‘ভিলেন’ আবহাওয়া]

পুলিশকে দেওয়া সন্ন্যাসিনীর বয়ান অনুযায়ী জানা গিয়েছে, ২০১৪  সালে প্রথম তাঁর উপরে যৌন নির্যাতন চালায় ওই অভিযুক্ত বিশপ৷ কুরাভিনাঙ্গাদ এলাকায় চার্চের অধীনস্থ একটি অনাথ আশ্রমের কাছের গেস্ট হাউসে সেই নির্যাতনের ঘটনা ঘটে৷ তখন থেকে এখনও পর্যন্ত মোট ১৩ বার তাঁর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন ক্যাথলিক চার্চের ওই বিশপ৷ এই বিষয়ে প্রথমে চার্চ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারিনী৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি৷ বরং তাকেই মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল৷ ফলে, সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য হয়েই শুক্রবার পুলিশের দ্বারস্থ হন তিনি৷

[আমাদের ধন্যবাদ জানান! মান্দাসোরে নির্যাতিতার পরিবারকে নির্লজ্জ প্রস্তাব বিজেপি সাংসদের]

সূত্রের খবর, সন্ন্যাসিনীর অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়েছে পুলিশ৷ কিন্তু ইতিমধ্যেই অভিযোগকারিনী সন্ন্যাসিনীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেছেন ওই বিশপ৷ অভিযোগ, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ কারণ, ওই সন্ন্যাসিনীকে তিনি অন্যত্র বদলি করে দিয়েছিলেন৷ জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, উচ্চপদস্থ অফিসাররা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন৷ উভয়পক্ষেরই বয়ান নেওয়ার হয়েছে৷ এবার বাকি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে৷

The post ১৩ বার যৌন সম্পর্কের চেষ্টা বিশপের, বিস্ফোরক অভিযোগ কেরলের সন্ন্যাসিনীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement