গোবিন্দ রায়, বসিরহাট: ইডি তলব নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। জানালেন, ঘটনা যাই ঘটে থাকুক না কেন, তদন্তকারীদের সহযোগিতা করবেন তিনি। তবে এখনও তিনি চিঠি পাননি বলেই দাবি করেছেন।
মাসখানেক আগে বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধেবেলা ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ, তৃণমূলের তারকা সাংসদ ((TMC MP) নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। এখন সেই টাকা ফেরত চান তাঁরা। ইডি যেন বিষয়টির তদন্তে নামে।
[আরও পড়ুন: ঘর তৈরির জন্য দেড় লক্ষ টাকায় সন্তান বিক্রি! কাটোয়ায় গ্রেপ্তার দম্পতি]
এরপর নুসরত প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তিনি কোনও আর্থিক দুর্নীতিতে যুক্ত নন। সংস্থাটির ডিরেক্টর থাকাকালীন কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত দিয়ে দেন। এরপর ২০১৭ সালে সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফাও দেন। তাই যে অভিযোগ উঠছে, তা ভিত্তিহীন। প্রয়োজনে সমস্ত কাগজপত্র তিনি যথাযথ জায়গায় পেশ করবেন বলেও কার্যত চ্যালেঞ্জ গ্রহণ করেন। তবে এত কিছুর পরও রেহাই মিলল না। ইডির স্ক্যানারে পড়তে হল টলি অভিনেত্রী নুসরত জাহানকে। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। পাশাপাশি ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে গিয়েছিলেন নুসরত জাহান। সেখানেই ইডি তলব নিয়ে প্রশ্ন করা হয়। নুসরত জানান, তিনি চিঠি হাতে পাননি, তবে প্রয়োজনে সহযোগিতা করবেন ইডিকে।